দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: মুম্বাই হাইকোর্ট মাদক কাণ্ডে অভিনেত্রী রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই শৌভিকের জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে রায় দিল আজ। সূত্রের খবর রিয়া’র জামিন হলেও শৌভিককে আপাতত জেলেই থাকতে হবে। রিয়া চক্রবর্তী এক লাখ টাকার বন্ড দিয়ে জেল থেকে ছাড়া পাবেন।
উল্লেখ্য এর আগে জামিনের আবেদন নাকচ করে বিশেষ এনডিপিএস আদালত আগামী ২০ শে অক্টোবর অবধি রিয়া, শৌভিক ও আরো ১৮ জনের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বৃদ্ধি করেছিল। তবে এনডিপিএস আদালত তাদের জামিনের আবেদন খারিজ করার পর হাইকোর্টে গিয়েছিলেন রিয়া।
তবে বুধবার রিয়া জামিন পেলেও তাঁর ভাই শৌভিকের ভাগ্য সুপ্রসন্ন ছিল না। রিয়ার পাশাপাশি জামিন পেয়েছেন সুশান্ত সিং রাজপুতের বাড়িতে কর্মরত স্যামুয়েল মিরান্ডা ও দীপেশ মিরান্ডা। তবে বেল পাননি আবদুল বাসেত পারিহারও।
বুধবার কোর্টে সরকার পক্ষের থেকে বলা হয় যে বেলের অর্ডার এক সপ্তাহ বাদে দেওয়া হোক। কিন্তু বিচারক কোটওয়ালের বেঞ্চরাজি হননি। তারা জানায় যে খুব কড়া শর্ত দেওয়া হয়েছে বেল প্রদানের জন্য তাই সামনের শপথ পর্যন্ত অপেক্ষা করার কোন মানে নেই।
বেল হলেও আগামী দশ দিনের প্রত্যেকদিন থানায় হাজিরা দিতে হবে রিয়াকে। তাকে তার পাসপোর্ট থানায় জমা রাখতে হবে। বিদেশে যাওয়ার আগে নিতে হবে আদালতের অনুমতি। এমনকী গ্রেটার মুম্বই ছাড়ার আগেও তদন্তকারী অফিসারদের জানিয়ে যেতে হবে ।
প্রসঙ্গত, সুশান্তের বান্ধবী রিয়াকে মাদক যোগে সেপ্টেম্বরের ৮ তারিখ গ্রেফতার করে এনসিবি। আর তার চারদিন আগেই গ্রেফতার হন অভিনেত্রীর ভাই শৌভিক। এই মূহুর্তে এখনো সুশান্তের মৃত্যুর সম্পর্কিত মাদকযোগের বিষয় তদন্ত করছে এনসিবি