দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: রিপাবলিক টিভি সহ আরও দুই চ্যানেলের নাম জড়ালো টিআরপি স্ক্যামে। মুম্বাই পুলিশের দেওয়া তথ্যানুযায়ী যে সংবাদমাধ্যমের প্রশ্নবান নিমেষে, প্রতিপক্ষকে ছাড়খাড় করতো, যাদের কাছে তাবড় নেতামন্ত্রীদেরও কালঘাম ছুটে যেত খোদ সেই রিপাবলিক টিভির টিআরপির স্ক্যাম ঘটিয়েছে। পুলিশের দাবি চ্যানেল কর্তৃপক্ষ টিআরপি বাড়াতে বিভিন্ন এলাকায় দিনভর ওই চ্যানেল চালিয়ে রাখার পরিকল্পনা করেন। যে বাড়ির কোনো সদস্যই ইংরেজি জানেন না সেখানেও দিনভর চলছে টিভি, ফলত বাড়ছে টিআরপির উর্ধসীমা।
শুধু রিপাবলিক টিভিই নয়, এই টিআরপি স্ক্যামের নাম জড়িয়েছে আরও অন্য দু’টি সংস্থার। ঘটনার তদন্তে থাকা মুম্বইয়ের পুলিশ কমিশনার পরমবীর সিং জানান,” মুম্বইয়ের টিভি ইন্ডাস্ট্রির পরিধিটা ৩০ থেকে ৪০ হাজার কোটি টাকার মতোন। যার অনেকটাই নির্ভরশীল বিজ্ঞাপনের ওপর। এইখানে কোন চ্যানেল বেশি বিজ্ঞাপন পাবে তার মূল্যনির্ধারিত হয় চ্যানেলের টিআরপি দেখেই। সোজা কথায় বলা গেলে, বেশি টিআরপি মানেই বেশি রোজগার। আর সেই টিআরপি নিয়েই এই স্ক্যাম।
এর পাশাপাশি মুম্বাই পুলিশ এও জানান ঘটনায় পুলিশি তরফে গ্রেফতার করা হয়েছে দুজনকে এবং স্ক্যামের বাকি মাথাদের খোঁজেও ইতিমধ্যে বিভিন্ন স্থানে শুরু হয়েছে তল্লাশি”। উল্লেখ্য , পুলিশের এ অভিযোগে পাল্টা মন্তব্য করে রিপাবলিক টিভি এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী। তিনি বলেন, “রিপাবলিক টিভির বিরুদ্ধে পুলিশ কমিশনার পরমবীর সিং মিথ্যে অভিযোগ করেছেন। রিপাবলিক টিভির তরফেও ইতিমধ্যে কমিশনার পরমবীরের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে।” এসব অভিযোগের কারণ হিসেবে, সুশান্তের মৃত্যু নিয়ে চ্যানেলের তরফে কমিশনার পরমবীর সিং কে,একাধিকবার জিঞ্জাসাবাদ করা ঘটনা টেনে এনেছিলেন তিনি। পাশাপাশি চ্যানেলের কাছে পরমবীর সিংকে ক্ষমা চাওয়ার কথাও বলেন তিনি।
উল্লেখ্য সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলাতে দেশজুড়ে জনমত তৈরিতে রিপাকবলিক টিভি প্রথম সারিতে ছিল। এই বিষয় নিয়ে মহারাষ্ট্র সরকারের সাথে সরাসরি সংঘাতেও লিপ্ত হন অর্ণব গোস্বামী। যে কারণে পুলিশ কে ব্যবহার করেই নেপথ্যে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে খেলছেন বলেও মনে করছেন বিশেষজ্ঞ মহল। সন্দেহ তৈরি হয় এই যায়গায় যখন সিবিআই জানায় যে সুশান্ত সিংহ হত্যা বিষয়ে খুনের প্রমাণ এখনো মেলেনি, তাই গাফিলতির অভিযোগে অভিযুক্ত মুম্বাই পুলিশ নতুন করে পায়ের তলায় মাটি পায়, আর তার পর পরই অর্ণব গোস্বামী সহ আরও দুটি চ্যানেল কে টার্গেট করে। বিশেষজ্ঞরা এও মনে করছেন যে এই নতুন কান্ড তৈরির পেছনে মুম্বাই পুলিশ কে ব্যাকিং দিচ্ছে রিপাবলিক টিভি’র প্রতিদন্ধীরাও।