দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: জুন মাসে লক্ষ্মী বম্বের ফার্স্ট লুকে মাথায় বিশাল লাল টিপ আর লাল শাড়িতেই চমকে দিয়েছিলেন অক্ষয় কুমার। আর তখনই জানা গিয়েছিল করোনা আবহে সরাসরি ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি পাবে এই ছবি। অবশেষে আজ শুক্রবার প্রকাশ পেলো খিলাড়ি ‘রাজু’র ‘লক্ষ্মী বম্ব’- এর ট্রেলার। তবে অক্ষয়ের সাম্প্রতিক ছবি গুলোর মতই এই ছবিতে তিনি একদম ভিন্ন লুকে আসছেন। ই প্রথমবার ট্রান্সজেন্ডারের ভূমিকায় অবতীর্ন এই অভিনেতাকে। তবে ফার্স্ট লুক যেরকম ভয়াল দেখাচ্ছে তাঁকে, তাতে ভয় পাওয়ায় কিছু নেই বরং হাসতে হাসতে আপনার পেটে খিল ও ধরে যেতে পারে!
যদিও বলিউডের হালফিলে তৈরি বেশ কিছু ছবির মতই এটিও দক্ষিণী ছবির রিমেক। প্রকৃতপক্ষে তামিল হরর কমেডি ‘মুনি ২ : কাঞ্চনা’ ছবির স্ক্রিপ্ট ধরেই এই ছবির নির্মাণ। ছবির পরিচালক রাঘব লরেন্স এই ছবির মাধ্যমেই তামিলনাড়ু থেকে শিফট করে নিজের বলিউড কেরিয়ারের অভিষেক ঘটাচ্ছেন। এই ছবিতে অক্ষয় ছাড়াও কিয়ারা আদবানি, তুষার কাপুর, শরদ কেলকার, অশ্বিনী কালসিকারকেও দেখা যাবে। ৯ নভেম্বর থেকে এই ছবির অনলাইন স্ট্রিমিং চালু হবে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে।


দেখুন লক্ষ্মী বম্বের ট্রেলার-
আজ অক্ষয় সোশ্যাল মিডিয়ায় ছবির ট্রেলার শেয়ার করে সাথে লেখেন- ‘যে যেখানে আছেন, সেখানেই দাঁড়িয়ে পড়ুন এবং তৈরি হয়ে যান দেখতে লক্ষ্মী বম্বের ট্রেলার। কারণ লক্ষ্মীর বর্ষন হবে এবার!’ এই ছবি যে দিওয়ালিতেই মুক্তি পাচ্ছে সেটাও জানিয়ে দিয়েছেন আক্কি।
ছবির প্লট অনুযায়ী এই ছবিতে এক রূপান্তরকামী আত্মার খপ্পরে পড়বেন অক্ষয়, এরপর সেই রুপান্তরকামী লক্ষ্মীর অবতারে অবতীর্ণ হবেন তিনি। এই ছবি প্রসঙ্গে অক্ষয় জানিয়েছেন- ‘আমার পছন্দের জনার হল হরর কমেডি। আমি ভুলভুলাইয়ার পর সবসময়ই এই ধারার ছবি করতে চাইছিলাম। ৩০ বছরের কেরিয়ারে মানসিকভাবে এটাই আমার সবচেয়ে কঠিন চরিত্র। আমি প্রায় ১৫০টি ছবিতে অভিনয় করেছি, তবে আমি প্রতিদিন এই ছবির সেটে যতটা এক্সাইটেড থাকতাম আগে কোনওদিনও হয়নি। আমি কোনওদিন এত রিটেকও দিইনি, তাও নিজের ইচ্ছায়। এই ছবি আমাকে জেন্ডার ইকুয়ালিটি সম্পর্কে অনেকবেশি সংবেদনশীল করেছে’।