দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: হাসপাতাল সূত্রে খবর করোনা আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায়কে কনভালসেন্ট প্লাজমা থেরাপি দেওয়া হচ্ছে। এই থেরাপির চলার পর প্রবীণ অভিনেতার শারীরিক পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। পরিবার সুত্রে জানা গিয়েছে শনিবার রাতে মেডিক্যাল কলেজের প্লাজমা ব্যাঙ্ক থেকে প্লাজমা এনে দেওয়া হল সৌমিত্র চট্টোপাধ্যায়কে।
উল্লেখ্য, গত সোমবার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসে সৌমিত্রবাবুর। পরেরদিনই বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। প্রথম তিনদিন তাঁর শারীরিক অবস্থা ভালোই ছিল, তবে শুক্রবার আচমকাই পরিস্থিতি বিগড়ে যায়। তাঁর ব্লাড প্রেসার উঠানামা শুরু হয়, সঙ্গে রক্তে অক্সিজেনের মাত্রা অস্বাভাবিক হারে কমে যায়। যার জেরে দ্রুত আইটিইউতে স্থানান্তরিত করতে হয় তাঁকে।
গত শনিবার অভিনেতার মেয়ে পৌলমী বসু জানান যে তাঁর বাবার রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক হয়েছে। সূত্রের খবর গত দুদিন দিনে ১০ লিটার অক্সিজেন প্রয়োজন হচ্ছিল তাঁর। এখন অক্সিজেন সাপোর্ট সিস্টেমে থাকলেও, তার মাত্রা কমানো হয়েছে। অভিনেতার পরিস্থিতির নিয়মিত দেখাশোনা করছেন ১২ জন চিকিত্সকের একটি বিশেষজ্ঞ দল।
সূত্রের খবর হাসপাতাল কর্তৃপক্ষকে ফোন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সৌমিত্রবাবুর পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। এমনকি তাঁর নির্দেশে সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্য গঠিত মেডিক্যাল টিমে দুই সরকারি চিকিত্সকেও রাখা হয়েছে। এছাড়াও জানা গিয়েছে প্রবীণ অভিনেতাকে রেমডিসিভির দেওয়া হচ্ছে। এই ওষুধের মোট ৬টি ডোজ দেওয়া হবে সৌমিত্র চট্টোপাধ্যায়কে বলেই হাসপাতাল সূত্রে খবর।
যদিও অভিনেতা জানিয়েছেন করোনাজনিত অস্বস্তি কিছুটা কমেছে। তবে এখনও দুশ্চিন্তা কাটেনি, হাই-রিক্স জোনেই রয়েছেন ৮৫ বছর বয়সী অভিনেতা। আবার ৪-৫ দিন পর ফের বর্ষীয়ান অভিনেতার করোনা পরীক্ষা করা হবে বলে খবর।