32 C
Kolkata
Sunday, September 25, 2022
More

  আত্মবিশ্বাসী সঞ্জয় দত্ত ভিডিও পোস্ট এ জানালেন নভেম্বর এই ফিরছেন শুটিং এ

  দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: অভিনেতা সঞ্জয় দত্ত মারণ রোগ ক্যান্সারের সাথে লড়াই চালিয়ে যাচ্ছেন। তবে ফিম এর মতই বাস্তবেও কোনও অবস্থাতেই হার মানতে নারাজ তিনি। সম্প্রতি তাঁর হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিম নিজের ইনস্টা হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতেই ক্যানসারকে হারাবেন, সেই বিষয়ে আত্মবিশ্বাস দেখিয়েছেন সঞ্জু বাবা। একই সঙ্গে তিনি বলেন অসুস্থতার জন্য যে কাজ থেমে আছে সেটাই তিনি শুরু করবেন নভেম্বরে।

  ভিডিওতে দেখা যাচ্ছে অনেকদিন পর আবার সালোঁ’তে ফিরতে পেরে খুশি ‘মুরারী’। নতুন হেয়ার কাট করিয়েছেন। স্বভাবসুলভ রসিকতায় হেয়ার স্টাইলিস্ট হাকিমের সাথে অনুরাগীদেরও আলাপ করিয়ে দেন। তিনি সেই ভিডিওতে জানান, হাকিম ও তাঁদের পরিবারের সম্পর্ক আজকের নয়, তাঁর কাছেই চুল কাটাতেন বাবা সুনীলও। সঞ্জয় দত্ত স্বভাবসুলভ রসিকতা করে বলেন “এখন আমি হাকিম সাহেবের গিনিপিগ, নিজের যাবতীয় নতুন স্টাইলের লুকসের পরীক্ষা আমার ওপরেই করা হয়ে থাকে।”

  এই ভিডিওতেই তিনি জানান খুব শীঘ্রই আবার ফিরছেন পর্দায়। আপাতত কেজিএফ : চ্যাপ্টার ২ এর ভিলেন ‘অধীর’এর চরিত্রে দেখা যেতে চলেছে তাঁকে, সে জন্য দাড়িও রাখছেন। এই ছবির শুটিং শুরু হবে নভেম্বরে। এছাড়া চলছে শমশেরার ডাবিং ও । এক কথায় কাজে ফিরতে পেরে খুশি সঞ্জয়।

  প্রসঙ্গত, এই মূহুর্তে তাঁর দ্বিতীয় দফার কেমোথেরাপি সম্পন্ন হয়েছে। কিছুদিন আগে একটি ছবি সোসাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। সেখানে ছবিতে বোঝা যাচ্ছিল যে শরীরের ওপর বেশ ধকল যাচ্ছে। তবে আজ এই ভিডিও দেখার পর অনুরাগীদের মনে যে একটু হলেও আশার সঞ্চার হবে সে কথা বলাই বাহুল্য।

  Related Posts

  Comments

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  সেরা পছন্দ

  পেলে ম্যাচের ৪৫ বছর বর্ষ পূর্তি প্রসূনের উদ্যোগে বিশেষ আড্ডা

  দ্য ক্যালকাটা মিরর : ফুটবল সম্রাট কিংবদন্তি পেলের বিরুদ্ধে খেলে, ৪৫ বছর আগে এক বৃষ্টিভেজা বিকেলে ইডেন উদ্যানে...

  শেষ বার লর্ডসে টস করলেন প্রাক্তন অধিনায়ক ঝুলন

  টস করলেন প্রাক্তন অধিনায়ক ঝুলনলর্ডসে থামল চাকদা এক্সপ্রেস, ঝুল-‌দির বিদায়ে চোখে জল হরমনপ্রীতদের দ্য ক্যালকাটা মিরর : ছেলেদের এবং...

  সমবেত গীতা পাঠ , মন্ত্রমুগ্ধ বিশ্ব

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সমবেত গীতা পাঠে বিশ্ব রেকর্ড। আমেরিকার মাটিতে দাঁড়িয়ে স্পষ্ট সংস্কৃত উচ্চারণে একসঙ্গে গীতাপাঠ করল...

  চোখে জল, মুখে হাসি! বিদায়বেলায় ফেডেরারই ‘রাজা’

  দ্য ক্যালকাটা মিরর : ফেডেরারকে ঘিরে আবেগের বিস্ফোরণ ঘটল লেভার কাপে। নাদাল, জোকোভিচদের কাঁধে চড়ে বিদায় নিলেন ফেডেরার।...

  বার্লিন ম্যারাথনে নামছেন কাকা

  বার্লিন ম্যারাথনে নামছেন কাকাব্রাজিল ফুটবল তারকা কাকার বাবাও হাঁটবেন ম্যারাথনে দ্য ক্যালকাটা মিরর : বার্লিন ম্যারাথনে দেখা যাবে কাকার...