দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: অভিনেতা সঞ্জয় দত্ত মারণ রোগ ক্যান্সারের সাথে লড়াই চালিয়ে যাচ্ছেন। তবে ফিম এর মতই বাস্তবেও কোনও অবস্থাতেই হার মানতে নারাজ তিনি। সম্প্রতি তাঁর হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিম নিজের ইনস্টা হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতেই ক্যানসারকে হারাবেন, সেই বিষয়ে আত্মবিশ্বাস দেখিয়েছেন সঞ্জু বাবা। একই সঙ্গে তিনি বলেন অসুস্থতার জন্য যে কাজ থেমে আছে সেটাই তিনি শুরু করবেন নভেম্বরে।


ভিডিওতে দেখা যাচ্ছে অনেকদিন পর আবার সালোঁ’তে ফিরতে পেরে খুশি ‘মুরারী’। নতুন হেয়ার কাট করিয়েছেন। স্বভাবসুলভ রসিকতায় হেয়ার স্টাইলিস্ট হাকিমের সাথে অনুরাগীদেরও আলাপ করিয়ে দেন। তিনি সেই ভিডিওতে জানান, হাকিম ও তাঁদের পরিবারের সম্পর্ক আজকের নয়, তাঁর কাছেই চুল কাটাতেন বাবা সুনীলও। সঞ্জয় দত্ত স্বভাবসুলভ রসিকতা করে বলেন “এখন আমি হাকিম সাহেবের গিনিপিগ, নিজের যাবতীয় নতুন স্টাইলের লুকসের পরীক্ষা আমার ওপরেই করা হয়ে থাকে।”
এই ভিডিওতেই তিনি জানান খুব শীঘ্রই আবার ফিরছেন পর্দায়। আপাতত কেজিএফ : চ্যাপ্টার ২ এর ভিলেন ‘অধীর’এর চরিত্রে দেখা যেতে চলেছে তাঁকে, সে জন্য দাড়িও রাখছেন। এই ছবির শুটিং শুরু হবে নভেম্বরে। এছাড়া চলছে শমশেরার ডাবিং ও । এক কথায় কাজে ফিরতে পেরে খুশি সঞ্জয়।
প্রসঙ্গত, এই মূহুর্তে তাঁর দ্বিতীয় দফার কেমোথেরাপি সম্পন্ন হয়েছে। কিছুদিন আগে একটি ছবি সোসাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। সেখানে ছবিতে বোঝা যাচ্ছিল যে শরীরের ওপর বেশ ধকল যাচ্ছে। তবে আজ এই ভিডিও দেখার পর অনুরাগীদের মনে যে একটু হলেও আশার সঞ্চার হবে সে কথা বলাই বাহুল্য।