দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গত কয়েকমাসে বারংবার বিতর্কে নাম জড়িয়েছিল অভিনেত্রী কঙ্গনা রানাউতের।সম্প্রতী কৃষি বিলের বিরুদ্ধে কর্ণাটকের কৃষি আন্দোলনকে ঘিরে টুইট করা নিয়ে ফের বিপাকে নাম জড়ালো অভিনেত্রীর। গত ২১ শে সেপ্টেম্বর কর্ণাটকের কৃষি আন্দোলনক কেন্দ্র করে কঙ্গনা টুইট করেন, “যে লোকেরা দাঙ্গা সৃষ্টি করেছিল, সিএএ সম্পর্কে ভুল তথ্য ও গুজব ছড়িয়েছিল তারা দুপক্ষই এক। এবং এখন তাঁরাই কৃষকদের বিলের বিষয়ে ভুল তথ্য ছড়িয়ে দিচ্ছেন এবং জাতির মধ্যে সন্ত্রাস সৃষ্টি করছেন, তারা সন্ত্রাসী।”
অভিনেত্রীর এই বেফাঁস টুইটের পরই, রীতিমত কঙ্গনার ওপর ক্ষোভে গর্জে ওঠেন কর্ণাটক প্রশাসন।ঘটনায়,অভিনেত্রীর বিরুদ্ধে একাধিক মামলায় এফআইআর দায়ের করা হয়েছে। এফআইআর দায়ের হয়েছে আইপিসির ৪৪- ইনজুরি, ১০৮ , ১৫৩ – দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্য নিয়ে উস্কানি দেওয়া, ১৫৩ (এ) – ধর্ম, বর্ণ, জন্মের কারণে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার করা, ৫০৪ শান্তি লঙ্ঘন করার উদ্দীপনা সহ উদ্দেশ্যমূলক অবমাননা ইত্যাদি ধারায়।
উল্লেখ্য, ঘটনার পরিপ্রেক্ষিতে কর্নাটক পুলিশের এক কর্মী জানান, সরকারি কোনও মতের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে রাস্তায় নামলে, তারা সন্ত্রাসবাদী হয়ে যায় না। কৃষক বিলগুলির বিরুদ্ধে পথে নামা কৃষকদের “সন্ত্রাসী” বলেছেন অভিনেত্রী।তিনিও নিজেও এরকম অনেক প্রতিবাদের অংশ হয়েছেন তবে কী তিনিও সন্ত্রাসবাদী! অভিনেত্রীর এই কুরুচিকর বেফাঁস মন্তব্যের জন্যই তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।