দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বিগত ৭-৮ দিন ধরে ৮৫ বছর বয়স্ক সৌমিত্র চট্টোপাধ্যায় করোনা’র সাথে ফাইট করছেন। ক্ষীদ্দা’র সেই লড়াই সকল বঙ্গ জনের মনে নতুন করে লড়াই করার উন্মাদনা ও অনুপ্রেরণা যোগাচ্ছে। গতকাল বর্ষীয়ান অভিনেতা করোনামুক্ত হওয়ার পর কিছুটা স্বস্তিতে বাঙালি। তার মধ্যেই আবার খারাপ খবর। কোভিড পজিটিভ বাঙালির প্রিয় কণ্ঠ শিল্পী শানুদা। করোনা আক্রান্ত হওয়ার কথা নিজের ফেসবুক পেজে বৃহস্পতিবার রাতে নিশ্চিত করেছে কুমার শানুর টিম। আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয় “শানুদা দুর্ভাগ্যবশত করোনা পজিটিভ, দয়া করে ওঁনার আরোগ্য কামনা করুন। ধন্যবাদ।”


গায়কের ঘনিষ্ঠমহল সূত্রে খবর দিন কয়েক ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। এরপর প্রোটোকল মেনেই করোনা এই বাঙালি গায়কের করোনা পরীক্ষা করা হয়। সেই রিপোর্টই এদিন পজিটিভ এসেছে। সূত্রের খবর আপতত হোম আইসোলেশনেই রয়েছেন শানুদা। শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করছেন আপামর দেশের সকল অনুরাগী শ্রোতা।
উল্লেখ্য, কিশোর কুমার পরবর্তি ৯০ ও ২০ এর দশকে বাংলা, হিন্দী ও দেশের প্রায় ৯০% ভাষাতে গান গেয়ে, প্লে ব্যাক করে কুমার শানু নিজেই একজন লিভিং লিজেন্ড হয়ে উঠেছেন। তাঁর গান এখনো বেস্ট সেলার ও চার্ট এ টপ পজিশনে আছে। এমন কী একদিনে সর্বাধিক গান রেকর্ডের ওয়ার্ল্ড রেকর্ড ও তাঁর দখলে। এমত অবস্থাতে তাঁর সুস্থতার কামনা করছেন সকলেই।