দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আগের থেকে ওয়ানেকটাই ভালো আছেন আমাদের ভালোবাসার ‘ক্ষীদ্দা’ সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর শারীরিক অবস্থা’র উন্নতি হওয়াতে বেশ অনেকটাই স্বস্তিতে রয়েছেন চিকিত্সকরা। হাসপাতাল সূত্রে খবর, এই বর্ষীয়ান শিল্পীর জ্বর আসেনি। গত কয়েক দিন তন্দ্রাচ্ছন্ন থাকার পর এখন জ্ঞান ফিরেছে অল্প কথাও বলছেন তিনি। শুধু তাই নয় সৌমিত্রবাবু নিজের পছন্দের রবীন্দ্র সংগীতও শুনছেন।
যদিও এখনও তাঁকে আইটিইউ-তেই রাখা হয়েছে তবে বেলেভিউ হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে ভাল ঘুমও হয়েছে প্রবীন শিল্পীর। উল্লেখ্য, বুধবার রাতে সৌমিত্রবাবুর নতুন করে করা করোনা রিপোর্ট নেগেটিভ আসে, তারপর থেকেই চিকিত্সায় ভালো সাড়া দিচ্ছেন ৮৫ বছর বয়সী এই কিংবদন্তী শিল্পী।
হাসপাতাল সূত্রে খবর , তাঁর মাঝেমধ্যে বাইপ্যাপ সাপোর্ট লাগছে বটে তবে তা দিনে ছয় ঘন্টার বেশি নয়। বর্তমানে তাঁর শরীরে অক্সিজেন মাত্রা ৯৭%। আচ্ছন্ন ভাবও অনেক কমেছে। তবে সৌমিত্রের প্রস্টেটের পুরনো কর্কটরোগ ফিরে এসেছে। জানা গিয়েছে অভিনেতার শরীরে সোডিয়াম পটাসিয়ামের মাত্রা স্বাভাবিক থাকলেও চ্যালেঞ্জ এখন মূত্রনালীতে ছড়িয়ে পড়া সংক্রমণ। অবশ্য ফেলুদার এইভাবে চিকিৎসায় সাড়া দেওয়া আশার সঞ্চার করেছে চিকিৎসক প্যানেলে। এই মুহূর্তে ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ অরিন্দম করের নেতৃত্বে গঠিত ১৬ জন চিকিত্সকের একটি টিম প্রতি মুহূর্তে তাঁর পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
প্রসঙ্গত, গত ৬’ই অক্টোবর সৌমিত্রবাবু করোনা আক্রান্ত হয়ে ভর্তি হন বেলেভিউ হাসপাতালে, শুরুর দিকে তাঁর শারীরিক পরিস্থিতি স্বাভাবিক থাকলেও গত শুক্রবার আচমকাই তার অবনতি হতে থাকে। এরপর আইটিইউতে স্থানান্তরিত করতে হয় অভিনেতাকে।