34 C
Kolkata
Thursday, September 28, 2023
More

    স্বাধীনতা দিবসে শ্রদ্ধা । ইতিহাসের বিস্মৃত নায়ক -অসীম কুমার মিত্র

    বিপ্লব তার প্রথম সারির সন্তানদের গ্রাস করে – এবং তা অতি নির্মম ভাবে । ইতিহাস এর পাতায় তাদের নাম লেখা থাকে না । শুধু কিছু মানুষের স্মৃতিতে তাঁরা বেঁচে থাকেন । আর এই বিস্মৃতি-র মধ্য দিয়েই তারা তাঁদের প্রাপ্য সম্মানটুকু পেয়ে যান । এই এমনই এক বিস্মৃতপ্রায় বীর বিপ্লবী হলেন হাওড়া জেলা আমতা থানার অন্তর্গত রসপুর নামক এক স্বল্প খ্যাত গ্রামের শ্রীশ চন্দ্র মিত্র (হাবু) । শুধু এক স্মৃতিফলক আর আগাছাআবৃত জন্মভিটে টুকু ছাড়া তাঁর বিশেষ কিছু স্মৃতি চিহ্ন আর অবশিষ্ট নেই । শ্রীশ চন্দ্র মিত্রের জন্ম ১৮৯০ (মতান্তরে ১৮৮৭) সালে রসপুর গ্রামে । পিতার নাম শরৎচন্দ্র মিত্র, মাতা সরোজিনী দেবী । শরৎচন্দ্রের দুটি ছেলে ও তিনটি মেয়ে । ভাই-বোনদের মধ্যে সবার বড় ছিলেন হাবু । খুব অল্প বয়সেই হাবু মিত্র চলে এসেছিলেন কলকাতায় তার বাবা-মার সঙ্গে । থাকতেন ১/১ নং অভয় হালদার লেনে । ছোট থেকেই হাবু ছিলেন খুব দুরন্ত । প্রাণে তাঁর ভয় – ডরের বালাই ছিল না ।

     বাংলার বিপ্লবী আন্দোলনের সেই রক্তঝরা দিনে প্রায় নিরস্ত্র বিপ্লবীদের কাছে সবচেয়ে প্রয়োজন ছিল অস্ত্রশস্ত্রের । শ্রীশ মিত্র চাকরী করতেন ‘আর. বি. রডা কম্পানি’ -র দপ্তরে । তিনি একদিন খবর পেলেন রডা কোম্পানীর মারফৎ এদেশে প্রচুর অস্ত্রশস্ত্র আসছে তিব্বতের দালাই লামার জন্য । শ্রীশ মিত্রের সঙ্গে আত্মোন্নতি সমিতির গভীর যোগাযোগ ছিল । বউবাজারের ছাতাওয়ালা গলির এক গোপন আড্ডায় ‘যুগান্তর’, ‘আত্মোন্নতি  সমিতি’ ও ‘মুক্তি সংঘে’র কয়েকজন নেতা মিলিত হলেন । সেখানে সিদ্ধান্ত নেয়া হল, যেমন করেই হোক এই অস্ত্রসম্ভার রডা কোম্পানির গুদামে পৌঁছানোর আগেই লুট করে নিতে হবে ।

     যেমন ভাবা, তেমন কাজ । যতীন মুখার্জি, হেমচন্দ্র ঘোষ, বিপিন গাঙ্গুলি, হরিশ শিকদার, খগেন দাস, অনুকূল মুখার্জি, হরিদাস দত্ত প্রমুখ সাহসী বিপ্লবী নেতাদের সমর্থনে শ্রীশ চন্দ্র পাল এই কঠিন কাজে ব্রতী হলেন । একখানা গরুর গাড়ি জোগাড় করা হলো এবং ঠিক হলো সেই গরুর গাড়িতে রডা-র কর্মচারী শ্রীশ মিত্র অস্ত্রশস্ত্র তোলার পর সরে পড়বেন । এবং অপর বিপ্লবীরা ওই গাড়ি বোঝাই মাল নিয়ে আত্মোন্নতি সমিতির গোপন আস্তানায় চলে আসবেন । বিপ্লবীরাই গরুর গাড়ির চালক হয়ে মালাঙ্গা লেনের আস্তানার গোপন জায়গায় মালপত্র পৌঁছে দিলেন ১৯১৪ সালের ২৬ শে আগস্ট ।

    এরপর শ্রীশ মিত্র ওরফে হাবু মিত্রের পালিয়ে যাবার পালা । ডাক্তার সুরেন বর্ধন তাঁকে নানা গোপন আস্তানায় কিছুদিন লুকিয়ে রাখার ব্যবস্থা করলেন । তারপর যখন শুনলেন যে আই. বি. ‘র লোক পিছু নিয়েছে তখন এক বিশ্বাসী বন্ধু মারফত হাবু মিত্রকে পাঠিয়ে দিলেন আসামের পার্বত্য জাতি ‘রাভা’ দের আস্তানায় । এখান থেকে হাবু মিত্রের আর কোনো খোঁজ পাওয়া যায়নি । তাঁর সম্বন্ধে নানা ধারণা নানা জন পোষণ করলেও, আসল খবর কারো পক্ষে প্রকাশ করা সম্ভব হয়নি ।

    ধরে নেওয়া যায়, বিপদসঙ্কুল পথে চলতে গিয়ে, তিন শহীদের মৃত্যু বরণ করেছেন । তিনি ছিলেন দেশব্রতী, সর্বত্যাগী এক বিশ্বপথিক । তাঁর সাহায্যে যে সব অস্ত্রশস্ত্র বিপ্লবীদের হাতে এসেছিল বাংলার বিপ্লবী আন্দোলনকে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয় করে রাখার জন্য এখনও উল্লেখিত হয় । রডার অস্ত্রেই সজ্জিত হয়ে বুড়িবালামের তীরে বাঘাযতীন, এবং তাঁর সঙ্গীরা মরণপণ সংগ্রাম করেছিলেন । বিপ্লবী রাসবিহারী বসু রাডার অস্ত্র নিয়েই বিপ্লবী জীবনের অনেক কর্মকাণ্ড সম্পাদন করেছিলেন ।

     ইতিহাসের পাতায় এই অমর বিপ্লবকে সেভাবে লিপিবদ্ধ করা হয়নি । এটা আমাদের অপরাধ । যে জাতি তার ইতিহাসের মহান স্রষ্টাদের বিস্মৃত হয় , সে জাতি কখনও তার সত্তার প্রতি সুবিচার করতে পারেনা । আমরা সেই মহান বিপ্লবীর স্মৃতিরক্ষার্থে তাঁর উদ্দেশ্যে যে স্মৃতিফলকটি নির্মাণ করেছি রসপুর পিপলস লাইব্রেরির সম্মুখ প্রান্তরে, তাঁর যথাযোগ্য মর্যাদা রক্ষা করাএবং আগামী প্রজন্মের কাছে তাঁর এই স্বদেশ প্রেম ও স্বাধীনতার অগ্নিঝরা বাণী পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের পালন করতে হবে ।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    জানেন বিশ্ব কাঁপানো গোয়েন্দা সংস্থা কোন গুলি ? জানুন অজানা তথ্য

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কোন দেশের গোয়েন্দা সংস্থা সবচেয়ে দুর্ধর্ষ-এমন কৌতূহল অনেকের মধ্যে আছে। তবে ইন্টারনেটের বিভিন্ন...

    ১০ সেকেন্ডের টর্নেডো ! তছনছ হাবড়ার কুমড়া গ্রাম

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হাবড়ায় ১০ সেকেন্ডের সাইক্লোন। নিমেষে লণ্ডভণ্ড গোটা এলাকা। কিছু বুঝে ওঠার আগেই ঝড়ের...

    কতদিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে ? জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ঝাড়খণ্ডের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে বিগত ক’দিন ধরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে...

    ‘‌ফেলো কড়ি , পাও পঞ্চায়েতের পদ’‌ ! বিস্ফোরক দাবি তৃণমূল বিধায়কের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস বিধায়ক ইদ্রিশ আলি। পঞ্চায়েত নির্বাচন মিটে গেলেও...

    বড় সিদ্ধান্ত মোদী সরকারের ! গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হতে চলেছে ‘বার্থ সার্টিফিকেট’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার থেকে বার্থ সার্টিফিকেটই হতে চলেছে সবেচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। কারণ ১ অক্টোবর থেকেই...