দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: পৃথিবীর প্রাচীনতম সভ্যতার গুলির একটি হচ্ছে মিশরীয় সভ্যতা। বহু প্রাচীন নিদর্শন পাওয়া গেছে এই সভ্যতার। এবার আরও এক মন্দিরের খোঁজ মিলেছে যেটি এই সভ্যতার আরও একটি নিদর্শন। প্রায় সাড়ে চার হাজার বছর পুরনো এই মন্দিরটির খোঁজ মিলেছে মিশরে। মিশরের রাজধানী কায়রো কাছাকাছি অবস্থিত আবু ঘুরব এলাকায় এই মন্দিরটির খোঁজ মিলেছে। এই বহু প্রাচীন এই মন্দিরটি আসলে সূর্য দেবের। নৃতত্ত্ববিদদের ধারণা অনুযায়ী, এই মন্দিরটির নির্মাণ করা হয়েছিল খ্রিষ্টপূর্ব ২৫ শতকের মাঝামাঝি সময়।
আসলে প্রাচীন মিশরের ইতিহাসে সূর্য দেবের ভূমিকা অনেক বেশি। প্রাচীন মিশরীয়রা ছিল সূর্যের উপাসক। সূর্য বা সূর্য দেব ছিলেন সব দেব-দেবীর পিতা বা জনক। প্রাচীন মিশরীয়দের কাছে সূর্য দেবতা ‘রে’ বা ‘রা’ নামে পরিচিত ছিলেন। তাদের কাছে সূর্য দেব ছিলেন হিন্দুদের ব্রহ্মার মতো। এর থেকেই বোঝা যাচ্ছে প্রাচীন মিশরে সূর্য কতটা গুরুত্বপূর্ণ ছিল।
আরও পড়ুন : আবার তাপমাত্রা কমল রাজ্যে, যদিও শুক্রবারের পর ফের বাড়ছে তাপমাত্রা
তবে এই প্রথম নয় এর আগেও ১৯৯৮ সালে ন্যুসেরার তৈরি একটি সূর্য মন্দিরের খোঁজ মিলেছিল। এই সূর্যমন্দিরটি আদতে তৈরি করা হয়েছিল অন্য একটি সূর্যমন্দিরের উপরে। তবে এখন যে মন্দিরটি খুঁজে পাওয়া গেছে সেটি ঐ মন্দিরটির থেকেও বেশি প্রাচীন।