চা দোকানে পাড়ার দাদু ডেকে বলেন “কি
চাকরি বাকরি নেই এখনো ছি.. ছি.. ছি.. ছি.. ছি..
লেখাপড়া নিয়ে তোরা বড্ড কেয়ারলেস
সারাটা দিন ফেসবুক আর মোবাইলেই শেষ।
আমি যখন ছিলাম ছোট শুনলে অবাক হবি,
বইই ছিল ধ্যান জ্ঞান আর পড়াই ছিল হবি।
মাধ্যমিকটা পাশ হলনা শুধু কপাল দোষ,
বাবা বলল-এখন থেকে তুই দোকানে বোস।
বুঝলি হাঁদা তোদের মত সু্যোগ পেলে এত–
দেখতিস এই দাদু তোদের ডাক্তার উকিল হত।”
হেসে বলি “আহা দাদু লাভ কি দু:খ করে,
এমন অনেক চিন্তা তো রোজ আমার মনেও ঘোরে,
যেমন ধরো ইন্ডিয়া টিম হারলে মনে হয়,
আমি থাকলে লাস্ট বলটায় ঠিক মারতুম ছয়।”
ঠিক মারতুম ছয়- অভিরূপ দাস

