দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বাংলা সিনেজগতের স্বর্ণ যুগের প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মোমের মূর্তি গড়ে অবাক করে দিলেন আসানসোলের এক মোম ভাস্কর্য শিল্পী সুশান্ত রায়। অভিনেতার মোমের মূর্তিটি দেখে বোঝার অবকাশ নেই যে সেটি নকল। অত্যন্ত নিখুঁত কাজের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন স্বর্ণ যুগের অভিনেতাকে। শনিবার আসানসোলের বি.এন.আর ব্রিজের অদূরে বিদ্যাসাগর আর্ট গ্যালারিতে প্রয়াত অভিনেতার মোমের মূর্তির আবরণ উন্মোচন উপলক্ষ্যে সেখানে শিল্পী সুশান্ত রায়ের বিভিন্ন হাতের কাজের প্রদর্শনী করা হয়।
ফিতে কেটে ও প্রদীপ জ্বালিয়ে এর উদ্বোধন করেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী শ্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন আসানসোলের রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সৌমত্বানন্দজী মহারাজ, আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় ও আসানসোল পুরনিগমের পুর প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য শ্রী অভিজিৎ ঘটক। এই মোমের মূর্তি প্রসঙ্গে শ্রী মলয় ঘটক বলেছেন, “সুশান্ত রায়ের হাতের কাজ অসাধারণ। বাংলা বা দেশেই নয়, বিদেশেও তার কাজ খ্যাতি লাভ করেছে। তিনি হলেন আমাদের আসানসোলের গর্ব।”
আরো পড়ুন:আজ দার্জিলিং এর চৌক বাজারে মোটর স্ট্যান্ড এ চলছে বিমল গুরুং এর ঐতিহাসিক সভা
সুশান্ত রায় বলেন, ‘আমি পাঁচ বছর ধরে ভাবছিলাম সৌমিত্র চট্টোপাধ্যায়ের মোমের মূর্তি বানাবো। কিন্তু সময় করে উঠতে পারছিলাম না ঠিক। কিন্তু উনি মারা যাওয়ার পরেই সিদ্ধান্ত নিয়ে ফেলি যে এবার করবই। আমার তাঁর এই মূর্তি গড়তে ৪৫ দিনের মতো সময় লেগেছে। তবে একটা আফশোস থেকে গেল যে আমার হাতে গড়া এই মূর্তি তাঁকে একবার দেখাতে পারলাম না। আমার সংগ্রহশালায় আমি এই মূর্তিটি আজীবন রেখে দেব।’