

আজ নিশীথে
আমার সব ইচ্ছাদের করবো নিমন্ত্রণ —
যারা উড়তে গিয়ে
ডানা ভাঙা পাখির মতন
নিয়েছে আশ্রয়
আমার আগলবিহীন খাঁচায়।
আর আজ রাতেই
ডেকে আনব আমার
সব স্বপ্নসুলভ বন্ধুদের;
যারা চলে যেতে যেতেও আমার পিছুডাকের
অপেক্ষায় প্রহর গুনেছে বারংবার …
তারপর জোর করে কব্জা করবো তোমার
না বলা কথার পাহাড়কে,
আর ভাসাব
মানস সরোবরের জলে।
যে মানুষেরা শিউলি ফুলের আশ্বাস পায়নি বলে আজও আক্ষেপ করে
আর
রাতের পর রাত গুমরে গুমরে মরে
মনের চোরা কুঠুরিতে,
শরতের আকাশতলে
শ্লোগানমুখর এক বালকের মতো,
তাদেরও করতে হবে শপথের স্নান।
আর স্নানান্তে সেই বাঁশিওয়ালার কাছেই
হবে তাদের নির্বাসন ;
যে এতকাল ধরে নীরবে গেয়েছে শুধুই ভালোবাসার গান।