অভিরূপ দাস
অলিম্পিকে ভারত তেমন সোনা তো খুব পায়না,
মেডেল বগলদাবা করে ইউ.এস.এ আর চায়না।
কেউ কি জানো এসব খবর পৌঁছে গেছে জঙ্গলে–
ভালুক বলেন আমিই এবার ট্রেনার হব দঙ্গলে।
বক্সিংটা গরিলাকেই দেওয়া হবে হচ্ছে ঠিক।
সাঁতার বিভাগ ডলফিনদের, খবর কিন্তু অথেনটিক।
হরিন এবং চিতার মধ্যে লড়াই ছিল কোচ নিয়ে।
রানিং-এর কোচ হলেন চিতাই হরিনের ঘাড় মটকিয়ে।
লং জাম্পে বাংলার বাঘ যে না নেবে সেই ঠকে—
টাইগার তাই ইলেক্ট হলেন চিফ কমিটির বৈঠকে।
শুনছি নাকি এবার তারা দিল্লি যাবেন কুইকলি,
পরের মাসেই শুরু হবে কড়া ট্রেনিং উইকলি।
তাদের দেখে খেলোয়াড়দের হাল কি হবে জানা নেই,
চম্পট সব দেবেন নাতো এখন শুধু চিন্তা এই!