মশক সমাবেশে বলেন
ইয়ং নেতা মশা,
মশক জাতির প্রতি যত
মানুষ জাতির গোসা।
মশা মারার নানান প্রসেস
বানায় চোখা চোখা,
বাড়ছি তবু ভয়াল বেগে
আমরা যে একরোখা।
মানুষ থাকলে নই নিরাপদ,
আসুন আমরা ভাবি-
মানুষ মুক্ত পৃথিবী চাই
এই আমাদের দাবি।
মানুষগুলোই এই পৃথিবী
করছে তো ছারখার,
হাজার রোগে শেষ করা চাই
মানুষ জীবের ঝাড়।
ইয়ং নেত্রী মুশি বলেন
আমি মানুষ ভক্ত,
মানুষ ছাড়া কোথায় পাবো
এমন মিঠে রক্ত?
তাই বলছি গান শুনিয়ে
বোকা মানুষ পুষে,
কায়দা করে মানুষগুলো
রক্ত খাবো চুষে।