দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: করোনাভাইরাস আবহে আয়কর দাতাদের সুবিধার্থে একাধিকবার আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধির পথে হেঁটেছে কেন্দ্র। এবার দেশ জোড়া উৎসবের মরশুমেই একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবরাণুযায়ী ২০১৯-২০ অর্থবর্ষের (অ্যাসেসমেন্ট ইয়ার ২০২০-২১) বিভিন্ন আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে বিভিন্ন সময়সীমা বাড়ানো হয়েছে। একনজরে দেখে নিন সেগুলি –
আকর বিভাগ সূত্রে খবর, এক লাখ টাকা পর্যন্ত ‘সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স’ দেওয়ার সময়সীমাও বাড়ানো হয়েছে। যে করদাতাদের অ্যাকাউন্ট অডিট করতে হবে না, তাঁদের সময়সীমা বাড়িয়ে ৩০ নভেম্বর করা হয়েছে। যা আগে ৩১ জুলাই ছিল। যে করদাতাদের অডিট করতে হবে, তাঁদের সময়সীমা ৩১ অক্টোবর থেকে বাড়িয়ে ৩০ নভেম্বর করা হয়েছে।
অডিট অ্যাকাউন্ট এর ক্ষেত্রে: যে করদাতাদের নিজেদের অ্যাকাউন্ট অডিট করতে হবে, তাঁরা আগামী বছর ৩১ জানুয়ারির মধ্যে আয়কর রিটার্ন (আইটি রিটার্ন) দিতে পারবেন। আগে সেই সময়সীমা ছিল ৩১ অক্টোবর (শনিবার)।
লেনদেন রিপোর্ট: যে করদাতাদের আন্তর্জাতিক/ নির্দিষ্ট ঘরোয়া লেনদেন সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে, তাঁদের আয়কর রিটার্ন দাখিল করার সময়সীমা বাড়িয়ে আগামী বছর ৩১ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে।
অন্যান্য ক্যাটাগরি: অন্যান্য করদাতাদের ক্ষেত্রে আইটি রিটার্ন দেওয়ার সময়সীমা বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। সেই সময়সীমা আগে ছিল ৩০ নভেম্বর।
আয়করে অডিট রিপোর্ট এবং আন্তর্জাতিক/নির্দিষ্ট ঘরোয়া লেনদেন সংক্রান্ত রিপোর্ট-সহ সংশ্লিষ্ট আইনের আওতায় বিভিন্ন অডিট রিপোর্ট দাখিলের সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছে।