26 C
Kolkata
Saturday, April 1, 2023
More

    এবার টাকা লেনদেনও এনক্রিপ্টেড, টাকা পাঠাতে ভারতে এবার ব্যবহার করা যাবে WhatsApp

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:‌ দীর্ঘ দু’বছর ধরে ‘Beta’ মোডে WhatsApp Pay চালানোর পর অবশেষে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে পেমেন্ট সিস্টেম চালু করার ছাড়পত্র পেল মার্ক জুকারবার্গের সংস্থা ফেসবুক। এবার থেকে ভারতে সবাই ব্যবহার করতে পারবেন পেমেন্ট অ্যাপ WhatsApp Pay. অ্যান্ড্রয়েড ও আইওএস এ ডাউনলোড করা যাচ্ছে WhatsApp এর লেটৈস্ট ভার্সন। আর সেখানেই দেখতে পাবেন পেমেন্ট এর অপশন, যেভাবে অ্যাটাচমেন্ট করেন সেভাবেই পেমেন্ট করার ব্যবস্থা দেখতে পাবেন।

    এই অ্যাপকে আনুষ্ঠানিক ছাড়পত্র দিল নিয়ন্ত্রক সংস্থা National Payments Corporation of India (NPCI). তবে ধাপে ধাপে হোয়াটসঅ্যাপকে নিজেদের পেমেন্ট অ্যাপকে দেশের মানুষের কাছে নিয়ে যেতে বলেছে সরকার। প্রাথমিক ভাবে দুই কোটি মানুষ হোয়াটসঅ্যাপ পে ব্যবহার করতে পারবেন। এই মূহুর্তে দেশে প্রায় ৪০ কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারক আছেন।

    মার্ক জুকারবার্গ একটি অনুষ্ঠানিক বিবৃতিতে বলেন যে তারা এনপিসিআই-এর সঙ্গে একযোগে কাজ করছিলেন, যারা নিশ্চিত করে সবকিছু নিরাপদ ও বিশ্বাসযোগ্য যাতে হয়। ইউপিআই (UPI) ব্যবহার করেছে হোয়াটসঅ্যাপ পে যাতে অন্য অ্যাপ ব্যবহার করা লোকজনও এখানে টাকা পাঠাতে পারেন, জানান জুকারবার্গ। অন্যান্য সংস্থাগুলি যাতে গ্রাহকদের ভাল ভাল সুবিধা দিতে পারে, তার দিকে খেয়াল রাখা হচ্ছে বলে জানান মার্ক জুকারবার্গ।

    ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআইয়ের (UPI) প্রশংসা করে জুকারবার্গ বলেন যে এটা সত্যিই খুব ভালো এবং এতে ছোটো ও ক্ষুদ্র ব্যবসায়ীদের অনেক সুযোগ বৃদ্ধি পাবে। ভারত প্রথম দেশ যারা এরকম একটা ব্যবস্থা করেছে বলে তিনি জানান ও সবার সঙ্গে একযোগে কাজ করে ডিজিটাল ইন্ডিয়া তৈরির কাজে তারা যুক্ত থাকতে চান বলে জানান হোয়াটসঅ্যাপের কর্ণধার।

    সব থেক আকর্ষণীয় দিক এই যে দশটি আঞ্চলিক ভাষাতেও ব্যবহার করতে পারবেন WhatsApp Pay. তবে এই পরিষেবা ব্যবহার করার জন্য ইউপিআই সাপোর্ট করে ব্যাঙ্কে ডেবিট কার্ড লাগবে গ্রাহকদের। জিও-র সঙ্গে আগেই গাঁটছড়া বেঁধেছে ফেসবুক। তাদের নেটওয়ার্ক ব্যবহার করে এই অ্যাপ প্রত্যন্ত এলাকাতেও মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগী সংস্থা। ফেব্রুয়ারি ২০১৮ সালে প্রথমবার এসেছিল বিটা ভার্সান। অবশেষে সেটি এবার সকলের জন্য স্টেবল ভার্সন নিয়ে এল বাজারে।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    জানেন বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি ? কোথায় দাঁড়িয়ে ভারত ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : পার ক্যাপিটা জিডিপি, জনস্বাস্থ্য, আয়ু, সামাজিক ন্যায়, যাপনের স্বাধীনতা এবং দুর্নীতিহীনতা-- এই একক গুলির...

    কেন্দীয় পুলিশে কয়েক হাজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা...

    আসন্ন IPL-এ কোন দলের অধিনায়ক কে হলেন ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কলকাতা নাইট রাইডার্স সোমবার তাদের দলের অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। ১০টি আইপিএল দলের...

    বাড়ল প্যান ও আধার সংযুক্তিকরণের সময়সীমা ! সিদ্ধান্ত কেন্দ্রের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কেন্দ্রের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল, চলতি মাসের মধ্যেই প্যান ও আধার লিংক করিয়ে...

    মোদীর লক্ষ্য ৪০০ পার ! বঙ্গে বিজেপির লক্ষ্য ২৫

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : দিল্লি লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছে। আব কি বার ৪০০ পার। ২০২৪-এর লোকসভা ভোটে সারা...