দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ করোনা আবহে ক্রমাগত লকডাউন ও বিধিনিষেধের গেরোয় দেশের অর্থনীতি কার্যত তলানিতে পৌঁছেছে। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে জিডিপি-তে বড়সড় ধস নেমেছে। দ্বিতীয় ত্রৈমাসিকেও জিডিপি সংকোচন হবে বলে মনে করছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এর পাশাপাশি ভারতীয় অর্থিনীতির ইতিহাসে এই প্রথমবার ‘মাত্রাতিরিক্ত মন্দা’ গ্রাস করতে চলেছে বলে আশঙ্কা।
স্ট্যাটিক্স এন্ড ইমপ্লিমেন্টেশন মন্ত্রকের তরফে পরিসংখ্যাণ প্রকাশ করে জানানো হয়েছিল, চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে জিডিপির হার নেমে দাঁড়িয়েছে ২৩.৯ শতাংশে। সেই ধাক্কার পর চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে কেন্দ্রীয় ব্যাংকের ধারণা, জিডিপি সংকোচন হতে পারে ৮.৬ শতাংশ।
অর্থনীতিতে পরপর দু’বার বা তারও বেশি ত্রৈমাসিকে যখন জিডিপির হার পড়ে যায়, তখন তাকে ‘মন্দা’ বলে বর্ণনা করা হয়। সেই অনুযায়ী, দ্বিতীয় ত্রৈমাসিকে যদি আরবিআই-এর অনুমান সত্য হয়, তাহলে প্রযুক্তিগতভাবে দেশে আর্থিক মন্দার সম্ভাবনা গড়ে উঠছে।
প্রসঙ্গত, গত মাসেই আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেছিলেন, করোনাভাইরাসের সংক্রমণের জেরে আর্থিক বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়েছে। ফলে চলতি অর্থবছরে ভারতের জিডিপি ৯.৫ শতাংশর নিচে নামতে পারে। তাঁর কথায়, প্রথম ত্রৈমাসিকে অর্থনৈতিক বৃদ্ধি সংকোচন আমাদের পিছিয়ে দিয়েছে। তবে জিডিপি বৃদ্ধি পেলে ফের আগের অবস্থানে ফিরবে অর্থনীতি। চলতি অর্থবর্ষে চতুর্থ ত্রৈমাসিকে ইতিবাচক অবস্থানে ফিরতে পারে দেশের আর্থিক ক্ষেত্র এমনটাই মনে করছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।