দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ভারতের জিডিপি আগেই ছিল তলায়, করোনা, লকডাউনের জেরে তা আরও তলানিতে গিয়ে থেকেছিল। এত দিন পর্যন্ত ভারতের অর্থনীতির মন্দা অবস্থা মৌখিক ভাবে সামনে এলেও, এবার খাতা কলমেও ভারতের অর্থনীতে মন্দার কবলে এলো। ভারতীয় অর্থনীতির ইতিহাসে এই প্রথম এমন হল। খাতায় কলমেও ভারত মন্দার গ্রাসে।
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছিল, ২০২০-২১ অর্থবর্ষের প্রথম অর্ধেই দেশের অর্থনীতি মন্দায় পড়েছিল। অর্থনীতিবিদদের একাংশের দাবি, চলতি অর্থবর্ষের দ্বিতীয় এবং তৃতীয় মাসে দেশের অর্থনীতি সঙ্কুচিত হয়েছে।
পরবর্তীকালে কেন্দ্রীয় সরকারের তরফে আগস্ট মাসে, দেশের জিডিপির – ২৩.৯ শতাংশ সঙ্কুচিত হওয়ার কথা জানানো হয়েছিল। পাশাপাশি জুলাই থেকে সেপ্টেম্বর মাসের জিডিপি ৮.৬ শতাংশ কমে যাওযার আশঙ্কা করেছে আরবিআই এর।
করোনার জেরে দীর্ঘদিনের লকডাউনেই মুখ থুবড়ে পড়েছে দেশের অর্থনৈতিক ব্যবস্থা। পুনরায় দেশের অর্থনীতি কবে স্বাচ্ছন্দ্যে ফিরবে তা নিয়ে চিন্তায় অর্থনীতিবিদের একাংশ।