দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: তীব্র নগদ সংকটে ভুগছেতামিলনাড়ু ভিত্তিক লক্ষ্মীবিলাস ব্যাংক। আর এই সমস্যা থেকে ব্যাংককে উদ্ধার করতে এক মাসের জন্য মোরাটোরিয়াম জারি করল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI)। যার অর্থ আজ ১৭ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত লক্ষ্মীবিলাস ব্যাংকের কোনও গ্রাহক নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২৫ হাজার টাকার বেশি তুলতে পারবে না।
উল্লেখ্য,লক্ষ্মীবিলাস ব্যাংক গত তিন বছর ধরেই বিপুল আর্থিক ক্ষতির সঙ্গে লড়াই করে চলেছে। ইতিমধ্যে ইয়েস ব্যাংক এও একই ধরণের বিষয় লক্ষ্য করা গিয়েছে। এই বিষয় অনুধাবন করে আতঙ্কিত গ্রাহকরা। পশ্চিমবঙ্গের কলকাতাতেও ব্যাংকটির বেশ কয়েকটি শাখা এবং প্রচুর গ্রাহক রয়েছেন। সুতরাং তাদের জন্যেও এটি একটি অশনি সংকেত।
রিজার্ভ ব্যাংক এক বিবৃতিতে জানিয়েছে ‘আমানতকারীদের স্বার্থ এবং আর্থিক ও ব্যাঙ্কিং স্থিতিশীলতার স্বার্থে কোনও বিশ্বাসযোগ্য পুনরুজ্জীবন পরিকল্পনা প্রতিষ্ঠানটি তৈরি করতে পারেনি। তাই ব্যাংকিং রেগুলেশন আইনের ৪৫ ধারা অনুযায়ী মোরাটোরিয়াম জারির জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করা ছাড়া বিকল্প নেই। রিজার্ভ ব্যাংকের অনুরোধ বিবেচনা করার পর কেন্দ্রীয় সরকার আজ থেকে তিরিশ দিনের জন্য এই মোরাটোরিয়াম জারি করেছে।’
আজ আরবিআই এর এই নির্দেশিকায় এও বলা হয়েছে যে, চিকিৎসার খরচ, বিয়ে অথবা উচ্চশিক্ষার খরচের জন্য রিজার্ভ ব্যাংকের বিশেষ অনুমতিক্রমে ও বিবেচনাত্তোর ২৫ হাজার টাকার বেশি তোলা যেতে পারে। প্রসঙ্গত: গত সেপ্টেম্বর মাসেই লক্ষ্মীবিলাস ব্যাংকের অবস্থা খতিয়ে দেখতে তিন সদস্যের এক কমিটি গঠন করেছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। গত এক বছর ধরে তারা লক্ষীবিলাস ব্যাংক ক্রেতার জন্য মরিয়া হয়ে লড়াই করছিলো।