দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সেনসেক্স এই প্রথম ৪৪ হাজারের ঘরে ঢুকে থামল। ১৩ হাজারের দোরগোড়ায় নিফ্টি। বাজারে এখন পৌষমাস, ফলে সূচকের যে কোনও উত্থানেই তৈরি হবে নতুন রেকর্ড। বুধবারও তৈরি হয়েছে নতুন রেকর্ড। সেনসেক্স ২২৭.৩৪ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৪৪,১৮০.০৫ অঙ্কের নতুন চূড়ায় উঠেছে। নিফ্টি দাঁড়িয়ে আছে ১২,৯৩৮.২৫-তে। এই উথ্থান প্রসঙ্গে বিশেষজ্ঞদের দাবি, এর পিছনে অন্যতম কারণ সারা বিশ্বের প্রায় সমস্ত দেশের বাজার ওঠার প্রভাব ও সেই সঙ্গেবিদেশি লগ্নিকারী সংস্থাগুলির বিপুল লগ্নিও।
বুধবারের উথ্থান নিয়ে টানা তিন দিনের লেনদেনে নতুন রেকর্ড গড়ল সেনসেক্স, নিফ্টি। বিশেষজ্ঞদের মতে, বাজারে করোনার প্রতিষেধক আসার সম্ভাবনাই বাজারে অক্সিজেন যোগচ্ছে। চলতি মাসে এখনও পর্যন্ত সেনসেক্স বেড়েছে প্রায় ৪৪২২ পয়েন্ট। ডলারের সাপেক্ষে টাকার দামও বাড়ছে। এ দিন এক ডলার ২৭ পয়সা কমে হয়েছে ৭৪.১৯ টাকা।
বিশেষজ্ঞদরে মতে ভারতের শেয়ার বাজারে এখন অঢেল নগদ রয়েছে। প্রচুর পুঁজি জোগাচ্ছে বিদেশি লগ্নিকারীরা। ভারতীয় বিনিয়োগকারীরাও আছেন। আগামী দিনে কিছু সংশোধন হয়তো আসবে। কিন্তু সূচকের সঠিক উত্থান অব্যাহত থাকবে। এরউপরে তৃতীয় ত্রৈমাসিকে দেশের সংস্থাগুলির আর্থিক ফল যদি ইতিবাচক হয়, তা হলে সূচককে ঠেকানো দায় হবে।
তবে ক্ষুদ্র লগ্নিকারীদের বাজারের আচমকা পতন সম্পর্কে বিশেষজ্ঞদের একাংশ সাবধান করছেন। তবের এর পেছনে অন্যান্য সংস্থার কর্ণধারদের বক্তব্য ওই সব ক্ষুদ্র পতনই শেয়ার বাজারে লগ্নির নতুন পথ গড়ে দেবে। তাই নজর রাখুন বুঝে বিনিয়োগ করুন। শেয়ার নিয়ে কোনও প্রশ্ন বা বিনিয়োগের সহায়তার জন্যে কল করুন ৯৮৩০২৯২৯৮৯ বা ৯৮৩৬১৪৭৪২৭।