দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সম্প্রতি TRA ( Trust Research Advisory) এর Brand Trust Report ( BTR) প্রকাশ পেয়েছে, তাতে সেরার তকমা দখল করে Dell। ২০১৯ এর পর আবার। ব্র্যান্ড বিশ্লেষণের এর মাধ্যমে TRA ১০ বছর ধরে সেরা ব্র্যান্ড গুলি বেছে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এক্ষেত্রে বিভিন্ন ব্র্যান্ডের Trust Matrix তৈরী করে, তার থেকে সেরা ব্র্যান্ডগুলিকে বেছে নেওয়া হয়। ২০২০ তে ১৬ টি শহরের ৮০০০ ব্র্যান্ডের ওপর রিসার্চ করে ১০০০ টি সেরা ব্র্যান্ড কে তুলে ধরা হয়।
প্রথম শিরোপা Dell জিতলেও মোবাইল কোম্পানি গুলি যদিও এই সেরার তালিকায় অনেক টা জায়গা দখল করে রেখেছে। Mi কোম্পানি দ্বিতীয়, Samsung তৃতীয়, Apple iPhone চতুর্থ স্থান দখল করে। টেলিভিশন এবং গাড়ির কোম্পানি গুলিও পিছিয়ে নেই, LG পঞ্চম, Oppo ষষ্ঠ, Sony Entertainment সপ্তম, Suzuki অষ্টম, Samsung Television নবম এবং Vivo দশম স্থান অধিকার করে।
২০১৯ এ Jeep দ্বিতীয়, LIC তৃতীয়, Amazon চতুর্থ হয়েছিল, কিন্তু এবছর তারা প্রথম দশে জায়গা পায়নি।