দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : ভারতে প্রথমবার শুরু হচ্ছে 5G পরিষেবা। রিলায়েন্স ইন্ডাস্ট্রির মালিক মুকেশ আম্বানি ঘোষণা করে দিলেন, “আগামী ২০২১ এর সেকেন্ড হাফেই জিও 5G শুরু হবে।”
আজ মঙ্গলবার ‘ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস’ টেকনোলজি অনুষ্টানে লাইভে আসেন আম্বানি। তারপরে নিশ্চিত করেন জিও 5G পরিষেবা চালু হবে বলে। আগামী বছর জুনের পরই ভারতীয় ব্যবহারকারীরা জিও-র 5G পরিষেবা পাবে।
আম্বানি জানান, “জিও 5জি পরিষেবা শুরু হবে, সম্পূর্ণ সাশ্রয়ী মূল্যে। আমি কথা দিচ্ছি ২০২১ এর সেকেন্ড হাফেই জিও 5G’র বৈপ্লবিক বিস্তার ঘটতে চলেছে ভারতে। এই পরিষেবা ইন্ডিজেনরাস ডেভেলপ্ট নেটওয়ার্ক হার্ডওয়্যার অ্যান্ড টেকনলজি কম্পোনেন্ট দ্বারা চালিত হবে।”
আরও পড়ুন: ‘রাবণ’ বিতর্কে অবশেষে ক্ষমা চাইলেন সইফ আলি খান, ফিরিয়ে নিলেন নিজের বক্তব্য
খবর, জিও 5G আসার ফলে 4G ব্যবহারকারীদের কোনো সমস্যা হবে না। 4G যেভাবে চলছে সেইভাবেই চলবে। তবে 5G ব্যবহারকারীদের নতুন 5G এনাবেল স্মার্ট ফোন ব্যবহার করতে হবে। অনেক ক্ষেত্রে মনে করা হচ্ছে, 5G আসার ফলে 4G পরিষেবার মূল্য কমিয়ে দেওয়া হতে পারে।