দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ অর্থলগ্নিকারী সংস্থার ভিড় বাড়েনি তেমন এদেশে। বরং নোটবাতিল আর জিএসটি-এর পর ভারতীয় অর্থনীতির ‘হাঁড়ির হাল’ দশা হয়েছিল। সেই নিয়ে মুখ ডুবেছে কেন্দ্রীয় সরকারের, অর্থমন্ত্রীকে বেকায়দায় ফেলেছে বিরোধী শিবির। কিন্তু এসবের পরেও কি খুশির খবর আসছে দেশের ছোট-বড় ব্যবসায়ীদের জন্য? হয়তো আগামী বছরের মধ্যেই ফেসবুকের প্রসার ও প্রচারে মুখ ঘুরে যেতে পারে ভারতীয় অর্থনীতির।
‘ফেসবুক ফুয়েল’ নামে ফেসবুকের এই প্রোগ্রামের সূচনা হয়ে গেছে ইতিমধ্যে। আজ-কাল অর্থাৎ ১৫-১৬ ডিসেম্বর এক ভার্চুয়াল মিটে বসতে চলেছে দেশের নামকরা কিছু সংস্থা ও ফেসবুকের আধিকারিকেরা। সেখানে উপস্থিত থাকবেন রিলায়েন্সের মালিক মুকেশ আম্বানি ও ফেসবুক সিইও মার্ক জুকেরবার্গ। তাদের কথোপকথনে উঠে আসবে নতুন ডিজিটার ভারতের ছবি। এছাড়াও অনুষ্ঠানে থাকবে মিশো ইন্ডাষ্ট্রির প্রতিষ্ঠাতা ভিদিত আত্রে, তার সঙ্গে কথা বলবেন ফেসবুকের সিআরও ডেভিড ফিশার। এছাড়া ফেসবুকের সিওও সেরিল স্যান্ডবার্গ কথা বলবে উঠতি ক্যারেমেঞ্জরস্ ইন্ডিয়ার ফাউন্ডার মোহিতা নাগরাজের সঙ্গে। এই ভার্চুয়াল মিটে উঠে আসবে যে এদের ব্যবসা কিভাবে ফেসবুকের মাধ্যমে প্রসারিত হয়েছে।
আরো পড়ুনঃ আগামী জুনেই জিও ফাইভ জি, ঘোষণা মুকেশ আম্বানির, দেখে নিন কিভাবে পাবেন
ফেসবুক ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে যে, বিশ্বের নাম করা বক্তাদের নিয়ে এসে তারা ভারতবর্ষের উঠতি ব্যবসায়ীদের এই কথা জানাবেন যে কিভাবে ফেসবুকের মাধ্যমে টেকনোলজি ও ব্যবসা সারা দুনিয়াতে কত দ্রুত ছড়িয়ে পরছে। ইতিমধ্যে দেশে ফেসবুক প্ল্যাটফর্মের ইউজার চোখে পড়ার মতো – ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। সেক্ষেত্রে এই সুযোগকে কাজে লাগিয়ে ব্যবসায়িক ক্ষেত্রে আরো ছড়িয়ে পড়তে চায় ফেসবুক।
অনুষ্ঠানের সূচনাভাষণে জুকেরবার্গ পরিষ্কার করে দেন যে, ভারতবর্ষ এখন সামাজিক ও অর্থনৈতিক ভারসাম্যে দুনিয়ার মুখ হয়ে উঠতে শুরু করেছে। তিনি জানান যে এই সময় যখন হোয়াটসঅ্যাপের মতো মিনিমাম প্ল্যাটফর্মকে ব্যবহার করে সমাজসচেতন ও ‘আত্মনির্ভর’ ভারতবর্ষ গড়ে উঠবে। ‘ফেসবুক ফুয়েল ২০২০’ এই ইভেন্টে নাকি নানা ভাবে এই বার্তা প্রচার করা হবে যে নানা রকমের ক্ষেত্র থেকে উঠে এসে কিভাবে একটা সোশ্যাল টুল ব্যবহার করে নিজের ব্যবসা ও কাজকে প্রতিষ্ঠা করা যায়।