দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : নতুন করে কিছু শুরু করতে কখনও সঠিক বয়স বা সময়ের প্রয়োজন হয় না। স্বপ্ন শুধুমাত্র কোনও নির্দিষ্ট বয়সসীমার মধ্যে থেমে থাকে না। শুধুমাত্র সঠিক সময় পেরিয়ে গিয়েছে দেখে নতুন করে কোনও কাজ শুরু করা যাবে না এমনটাও নয়৷ সেরকমই এক জলজ্যান্ত উদাহরণ দিলেন চন্ডীগড়ের ৯৪ বছর বয়সী এক বৃদ্ধা। আজ থেকে চার বছর আগে ৯০ বছর বয়সী বৃদ্ধা হরভজন কওর তার জীবনের নতুন অধ্যায় শুরু করেন।


তিনি ‘হরভজনস্’ নামে নতুন ব্যবসা শুরু করেন। যেখানে বাড়িতে তৈরি বেসন দিয়ে বরফি এবং আচার বিক্রি করা হয়। সম্প্রতি এই বৃদ্ধার সাহস এবং চেষ্টায় অনুপ্রানিত হয়ে ব্যবসায়ী টাইকুন আনন্দ মাহিন্দ্রা টুইট করেছেন। তিনি তাঁকে ‘অন্তপ্রণর অফ দি ইয়ার’ বলেও অভিহিত করেছেন।
টাইকুন আনন্দ মাহিন্দ্রা টুইট করে বলেছেন, “আপনি যখন ‘স্টার্ট-আপ’ শব্দটি শোনেন তখন নয়তো মাথায় আসে হাজার বছরের সিলিকন ভ্যালি বা বেঙ্গালুরুতে হাজার হাজার ডলারের ‘ইউনিকর্নস তৈরির চেষ্টা করা। এখন থেকে একজন ৯৪ বছর বয়সী বৃদ্ধাকেও এরমধ্যে অন্তর্ভুক্ত করা হল যিনি একটি স্টার্ট আপ ব্যবসা শুরু করার জন্য ভাবেননি যে সময় আর নেই। তিনি হলেন আমার ”অন্তপ্রণর অফ দি ইয়ার।”
একটি সর্বভারতীয় গণমাধ্যমের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় হরভজন কওরের মেয়ে রভিনা সুরি বলেছেন যে, তাঁর মা জীবনে কোনও দিন নিজে অর্থ উপার্জন করতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেছিলেন। এই কথা জানার পর তিনি তাঁর মাকে নতুন ব্যবসা শুরু করার জন্য আগ্রহী করে তোলেন এবং সাহায্যও করেন। যাতে করে তাঁর মায়ের এই আফসোস দূর হয় ও সকলকে অনুপ্রাণিত করে এমন উদাহরণ তৈরি করা যায়।