28 C
Kolkata
Saturday, June 10, 2023
More

    ব্যবসায়ী টাইকুন আনন্দ মাহিন্দ্রা’র চোখে কে এই ”অন্তপ্রণর অফ দি ইয়ার”

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : নতুন করে কিছু শুরু করতে কখনও সঠিক বয়স বা সময়ের প্রয়োজন হয় না। স্বপ্ন শুধুমাত্র কোনও নির্দিষ্ট বয়সসীমার মধ্যে থেমে থাকে না। শুধুমাত্র সঠিক সময় পেরিয়ে গিয়েছে দেখে নতুন করে কোনও কাজ শুরু করা যাবে না এমনটাও নয়৷ সেরকমই এক জলজ্যান্ত উদাহরণ দিলেন চন্ডীগড়ের ৯৪ বছর বয়সী এক বৃদ্ধা। আজ থেকে চার বছর আগে ৯০ বছর বয়সী বৃদ্ধা হরভজন কওর তার জীবনের নতুন অধ্যায় শুরু করেন।

    তিনি ‘হরভজনস্’ নামে নতুন ব্যবসা শুরু করেন। যেখানে বাড়িতে তৈরি বেসন দিয়ে বরফি এবং আচার বিক্রি করা হয়। সম্প্রতি এই বৃদ্ধার সাহস এবং চেষ্টায় অনুপ্রানিত হয়ে ব্যবসায়ী টাইকুন আনন্দ মাহিন্দ্রা টুইট করেছেন। তিনি তাঁকে ‘অন্তপ্রণর অফ দি ইয়ার’ বলেও অভিহিত করেছেন।

    টাইকুন আনন্দ মাহিন্দ্রা টুইট করে বলেছেন, “আপনি যখন ‘স্টার্ট-আপ’ শব্দটি শোনেন তখন নয়তো মাথায় আসে হাজার বছরের সিলিকন ভ্যালি বা বেঙ্গালুরুতে হাজার হাজার ডলারের ‘ইউনিকর্নস তৈরির চেষ্টা করা। এখন থেকে একজন ৯৪ বছর বয়সী বৃদ্ধাকেও এরমধ্যে অন্তর্ভুক্ত করা হল যিনি একটি স্টার্ট আপ ব্যবসা শুরু করার জন্য ভাবেননি যে সময় আর নেই। তিনি হলেন আমার ”অন্তপ্রণর অফ দি ইয়ার।”

    একটি সর্বভারতীয় গণমাধ্যমের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় হরভজন কওরের মেয়ে রভিনা সুরি বলেছেন যে, তাঁর মা জীবনে কোনও দিন নিজে অর্থ উপার্জন করতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেছিলেন। এই কথা জানার পর তিনি তাঁর মাকে নতুন ব্যবসা শুরু করার জন্য আগ্রহী করে তোলেন এবং সাহায্যও করেন। যাতে করে তাঁর মায়ের এই আফসোস দূর হয় ও সকলকে অনুপ্রাণিত করে এমন উদাহরণ তৈরি করা যায়।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...