দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ মধ্যবিত্তের হাতের নাগালে, অল্প মূল্যে উন্নতমানের গাড়ি, বাজারে নিয়ে আসছে টাটা। মাত্র ৫ লক্ষ ৪৯ হাজার টাকা থেকে শুরু এই গাড়ির দাম। টাটা suv পাঞ্চ, মারুতি সুজুকি, ইগনিস, নিসান ম্যাগনাইট, রেনল্ট কিগার এবং মাহিন্দ্রা কেইউভির সঙ্গে যথেষ্ট টেক্কা দেবে মার্কেটে, আশা রাখা যায়।
অক্টোবরের শুরুতেই ১৮ হাজার কোটি টাকা দিয়ে এয়ার ইন্ডিয়া কিনছে টাটা। আসলে একসময় এয়ার ইন্ডিয়া টাটাদের অধিনস্ত ছিল। ৫০ বছর আগে কেন্দ্রীয় সরকার সংস্থাটিকে অধিগ্রহণ করে নিয়েছিল। এই পদক্ষেপের পর এখন টাটা আবার এয়ার ইন্ডিয়ার মালিক। তাদের হাত ধরেই এবার আকাশ পথে ডানা মেলবে এই বিমান।


টর্নাডো ব্লু, ক্যালিপসো রেড, মেটিওর ব্রোঞ্জ, অ্যাটমিক অরেঞ্জ, ট্রপিক্যাল মিস্ট, ডেটোনা গ্রে এবং অরকাস হোয়াইট এই সাতটি রঙে পাওয়া যাবে ‘পাঞ্চ’। তবে সব থেকে ভালো খবর হল – এটি সুরক্ষার নিরিখে গ্লোবাল NCAP দ্বারা ‘ফাইভ স্টার’ প্রশংসাপত্র পেয়েছে। তাই সল্প দামে, উন্নত মানের এই গাড়ি মধ্যবিত্তের স্বপ্ন পূরণ করতে চলেছে।
টাটা পাঞ্চ, মাঝারি সাইজের গাড়ি। দৈর্ঘ্যে ৩৮২৭ মিলিমিটার, প্রস্থে ১৭৪২ মিলিমিটার এবং উচ্চতায় ১৬১৫ মিলিমিটার। ভারতীয় সড়ক এর জন্য উপযুক্ত ১৮৭ গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং ৩৬৬ লিটারের বুট স্টোরেজ ক্যাপাসিটি রয়েছে গাড়িটিতে। ১.২ রেভট্রন পেট্রল ইঞ্জিনের সাথে ডায়না প্রো টেকনোলজি রয়েছে।


ইঞ্জিনটি থেকে সর্বোচ্চ ৮৬ পিএস শক্তি এবং ১১৩ এনএম টর্ক পাওয়া যাবে।কম্পানির তরফে জানানো হয়েছে, ম্যানুয়াল ভ্যারিয়েন্টে এক লিটারে ১৮.৯৭ কিলোমিটার এবং অটোমেটেড ভ্যারিয়েন্টে ১৮.৮২ কিলোমিটার মাইলেজ দেবে এই গাড়ি। ২৪২৫ মিলিমিটারের হুইলবেস ব্যাবহৃত হয়েছে ‘suv পাঞ্চে’। তাছাড়া সুবিধা থাকছে ৫-স্পিড ম্যানুয়াল ও অটোমেটিক গিয়ার বক্সের বিকল্প বেছে নেওয়ার অপশন।
৩৭০ মিলিমিটার ওয়াটার ওয়েডিং ক্যাপাবিলিটি সহ ট্রাকশন কন্ট্রোল মোড,ডুয়েল এয়ারব্যাগ,ফ্রন্ট ফগ ল্যাম্প,রিভার্স পার্কিং ক্যামেরা, ইভিডি প্রযুক্তি সহ এবিএস, অটো হেডল্যাম্প, রেইন সেন্সিং ওয়াইপার, রেয়ার ডিফোগার ইত্যাদি।


গাড়িতে থাকছে D-কাট মাল্টিফাংশন স্টিয়ারিং হুইল। গাড়িটিকে স্পোর্টি লুক দিয়েছে। গাড়িটিতে আরও উপলব্ধ রয়েছে ৭ ইঞ্চির ফ্লোটিং টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেমট, অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কার-প্লে প্রযুক্তি, যার ফলে সহজেই স্মার্টফোনটিকে কানেক্ট করা যাবে। গাড়ির ডিসপ্লে স্ক্রিন থেকেই করা যাবে যাবতীয় কন্ট্রোল ।
গাড়িতে ওঠা নামার সুবিধার্থে, বডি প্যানেলের সঙ্গে ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে খুলবে দরজা। যার ফলে ওঠা নাম করতে, হবে না কোনো অসুবিধা। হাইট-অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট, পুষ স্টার্ট-স্টপ বটন, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোলের সুবিধা। যার ফলে গাড়িটি অনেক গ্রাহকের মনোগ্রাহী হবে। ALFA-ARC প্লাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হাওয়ায় গাড়িটির কাঠামো অত্যন্ত শক্তিশালী হয়েছে।
মোট ৪ টি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এই গাড়ি। ম্যানুয়াল ও অটোমেটিক উভয় ট্রান্সমিশনের বিকল্পে অ্যাডভেঞ্চার(Adventure), ক্রিয়েটিভ (Creative),এবং অ্যাকম্প্লিশড (Accomplished)। পিওর ভ্যারিয়েন্টটির দাম সর্বনিম্ন, এক্স-শোরুম প্রাইস ৫.৪৯ লক্ষ টাকা। অন্য তিনটি ভ্যারিয়েন্টের মধ্যে সর্বোচ্চ, ক্রিয়েটিভ ভ্যারিয়েন্টের এক্স-শোরুম প্রাইস ৮.৪৯ লক্ষ টাকা।
লেখা – তানিয়া তুস সাবা।