দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: কোভিড-১৯ এ অন্যান্য ধনী দেশের মত মার্কিন অর্থনীতিও স্থির নেই। গত কাল রাতেই আমেরিকার শেয়ার বাজার ন্যাসডকের সূচক নেমেছে হু হু করে। এর মধ্যে ভারতে দৈনিক কোভিড সংকোচন ছাড়িয়েছে ৮৩ হাজারের গন্ডি। রোজই মৃত্যু ঘটছে প্রায় হাজার মানুষের। জিডিপি-রও সংকোচন ঘটে অর্থিনৈতিক বৃদ্ধি তলানিতে। এই সব কারণেই শুক্রবার বাজার খোলার পরেই কয়েক মূহুর্তের মধ্যে প্রবল ধ্বস নামলো সেনসেক্স এ।
আজ সেনসেক্সের পতন হয় ৬২৫.৯৩ পয়েন্ট বা ১.৬১ শতাংশ ৯’টা যখন ঘড়িতে সকাল ৯ টা বেজে ২২মিনিট। আর তা নামতে নামতে দাঁড়ায় ৩৮৩৬৫.০১-এর ঘরে। পাশাপাশি নিফটি নামে ১৭০.৪০ শতাংশ বা ১.৪৮ পয়েন্ট। যা নেমে দাঁড়ায় ১১৩৫৭.০৫ এর ঘরে। এর ফলে সেনসেক্স ও নিফটিতে নথিভুক্ত প্রায় প্রতিটি শেয়ারেরই দাম হু হু করে নেমে যায়। যার ফলস্বরূপ শুক্রবার বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই বিনিয়োগকারীরা হারান ২ লক্ষ ১২ হাজার কোটি টাকা।


এবার জেনে নেওয়া যাক কোন শেয়ায়ের দাম পড়েছে। সেনসেক্সে নথিভুক্ত ৩০ টি শেয়ারের মধ্যে সবচেয়ে দাম কমেছে আইসিআইসিআই ব্যাঙ্কের। তার দাম ২.৯৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৭১.৩০ টাকা। এছাড়া স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক এবং টাটা স্টিলের শেয়ারের দামও কমেছে দুই থেকে তিন শতাংশ।
এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে জাপানের সূচক নিক্কির পতন হয়েছে এক শতাংশ এবং হংকং-এর হ্যাং সেং-এর পতন হয়েছে ১.৮ শতাংশ। অস্ট্রেলিয়ার সূচক এএসএক্স টু হান্ড্রেডের পতন হয়েছে ২.৮ শতাংশ।
জেনে নেওয়া যাক আমেরিকাতে কোন শেয়ারের দাম কত পড়েছে-আমেরিকার শেয়ার সূচকগুলির মধ্যে ডাও জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজের পতন হয়েছে ৮০৭.৭৭ পয়েন্ট বা ২.৭৮ শতাংশ ফলে তা গিয়ে পৌঁছেছে ২৮২৯২.৭৩ এর ঘরে। এস অ্যান্ড পি ফাইভ হান্ড্রেডের পতন ১২৫.৭৮ পয়েন্ট বা ৩.৫১ শতাংশ হয়ে স্থির হয়েছে ৩৪৫৫.০৬-এর ঘরে। ন্যাসডাকের পতন হয়েছে ৫৯৮.৩৪ পয়েন্ট বা ৪.৯৬ শতাংশ, এখন তা ১১৪৫৮.১০ এর ঘরে স্থির হয়েছে।
ন্যাসডাকের অন্তর্ভুক্ত সংস্থাগুলির মধ্যে যাদের শেয়ারের দর সবচেয়ে বেশি কমেছে, তার মধ্যে আছে অ্যাপল ইনকর্পোরেটেড, মাইক্রোসফট ইনকর্পোরেটেড, অ্যামাজন ডট কম ইনকর্পোরেটেড, টেসলা ইনকর্পোরেটেড এবং এনভিডিয়া কর্পোরেশন।
গত জুন মাসের পরে ওয়াল স্ট্রিটে শেয়ারের দাম কখনই এত কমেনি যেমন টি গতকাল হয়েছে/ গতকাল আন্তর্জাতিক স্তরে আমেরিকায় শেয়ার সূচক ন্যাসডাকের পতন হয়েছে পাঁচ শতাংশ। অপর সূচক এস অ্যান্ড পি ফাইভ হান্ড্রেডের পতন হয়েছে ৩.৫ শতাংশ। তবে বিনিয়োগকারীদের আশা, শীঘ্রই ঘুরে দাঁড়াবে বাজার।