26 C
Kolkata
Friday, June 9, 2023
More

    আগামীদিনের ডিজিটাল লিডার তৈরি করার লক্ষ্যে বদ্ধপরিকর প্রাক্সিস বিজনেস স্কুল ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : প্রাক্সিস বিজনেস স্কুল, আগামীদিনের জন্য ডিজিটাল লিডার তৈরির উপর দৃষ্টি নিবদ্ধ একটি প্রধান প্রতিষ্ঠান, কলকাতা ক্যাম্পাসে শিক্ষক এবং ছাত্রদের সাথে তাদের ১৬তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে। প্র্যাক্সিস বিজনেস স্কুল ফাউন্ডেশনের গভর্নর বোর্ডের চেয়ারপারসন জনাব কমলেশ সজনানীর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।তিনি সকল শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের অভিনন্দন জানান।

    প্র্যাক্সিস বিজনেস স্কুল ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক অধ্যাপক চরণপ্রীত সিং মঞ্চে উঠেন এবং তার স্মৃতি এবং ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি শেয়ার করেন। তিনি একাডেমিক লক্ষ্যে মনোযোগী থাকার গুরুত্বের ওপর জোর দেন। তিনি আরও বলেন , “এই যাত্রাটিকে সবচেয়ে ফলপ্রসূ করে তোলে তা হল আমরা আমাদের কর্মসূচীর মাধ্যমে উচ্চ মানের শিক্ষা প্রদানের মাধ্যমে ক্যারিয়ার এবং এর সাথে অনেক শিক্ষার্থীর জীবন পরিবর্তন করতে সক্ষম হয়েছি। আমাদের যে দৃষ্টিভঙ্গি ছিল তা আজ ফলপ্রসূ হচ্ছে, ভারতে এবং বিদেশে আমাদের কোর্সের উচ্চ চাহিদা রয়েছে। ডিজিটাল অর্থনীতি এখানে, এবং প্র্যাক্সিস ছাত্ররা সেই অর্থনীতির নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত।

    এটিই প্র্যাক্সিস বিজনেস স্কুল তার ছাত্রদের কাছে আনার চেষ্টা করে – এমন একটি প্রোগ্রাম যা তাত্ত্বিক শিক্ষার শিল্প এবং বিজ্ঞানকে ব্যবহারিক প্রশিক্ষণের গুণাবলীর সাথে একত্রিত করে। এই সবই ভারতের ডিজিটাল ভবিষ্যতের জন্য নেতা তৈরির দিকে নিরলস মনোযোগ দিয়ে, একই সাথে আইটি এবং প্রযুক্তিতে লিঙ্গগত ব্যবধান পূরণ করা।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...