26 C
Kolkata
Friday, June 9, 2023
More

    বাইজু’স অ্যাপে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে ব্ল্যাকরক,স্যান্ডস ক্যাপিটাল লিড

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: করোনা পরিস্থিতি আমাদের জীবন যাত্রার অনেক কিছুই পরিবর্তন করেছে। বন্ধ হয়েছে স্কুল -কলেজ আর সেই শিক্ষা বিরতি একটানা চলছে। এই সময় ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য নির্ভর করতে হচ্ছে অনলাইন প্লাটফর্মের উপরেই। এইরকমই বাইজু’স(BYJU’S) একটি অনলাইন শিক্ষার অ্যাপ, যারা ওটিটি প্ল্যাটফর্মে ছাত্র-ছাত্রীদের অনলাইনে পড়াশোনা করার সুযোগ দেয়। বর্তমান লকডাউন পরিস্থিতির মধ্যেই এই এডুকেশন অ্যাপটি অনেকেই ব্যবহার করছেন।

    সম্প্রতি শিক্ষামূলক এই অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা দ্রুতহারে বৃদ্ধি পাওয়ার ফলে বিভিন্ন বিনিয়োগকারী সংস্থা যেমন ব্ল্যাকরক ইনক, স্যান্ডস ক্যাপিটাল এবং অ্যালকন ক্যাপিটাল থেকে তহবিল পাওয়া যাচ্ছে। আর এই সম্মিলিত বিনিয়োগের পরিমাণ প্রায় ৩০০ মিলিয়ন ডলার এবং এই মূহুর্তে বাইজু-র মূল্য বেড়ে প্রায় ১১ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

    বাইজু রভেন্দ্রন

    এছাড়াও বিভিন্ন বেসরকারি সংস্থা টাইগার গ্লোবাল, জেনারেল আটলান্টিক এবং আউল ভেঞ্চারগুলিও বিনিয়োগ করেছে। সংস্থাটি জানিয়েছে,বেসরকারী ইক্যুইটি জায়ান্ট সিলভার লেকের পক্ষ থেকে এই মাসের শুরুর দিকে অর্থ দেওয়া হয়েছে।

    বর্তমান লকডাউন পরিস্থিতি এবং গৃহবন্দী জীবনে স্কুল-কলেজ বন্ধ হওয়ায় বিভিন্ন বিনিয়োগকারীরা ভারতের এডটেক (Edtech) স্টার্টআপগুলির জন্য সমর্থন বাড়িয়ে তুলছে। ২০১১ সালে বাইজু’স (BYJU’S) প্রতিষ্ঠিত করেছিলেন বাইজু রভেন্দ্রন, যার বাবা একজন প্রাক্তন শিক্ষক ছিলেন।

    উল্লেখ্য,ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের আমেরিকার চ্যান জুকারবার্গ ইনিশিয়েটিভের সঙ্গে যুক্ত এই সংস্থাটি কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করে। এবং যার ব্যবহারকারীর সংখ্যা ৭০ মিলিয়ন। এছাড়া সাবস্ক্রাইবার সংখ্যা ৪.৫ মিলিয়ন।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...