22 C
Kolkata
Tuesday, January 25, 2022
More

  এবার আমার আপনার চেনা মুদি দোকানও ফ্লিপকার্টে, সত্যি!

  দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ই-কমার্স প্লাটফর্ম ফ্লিপকার্ট এর ‘বিগ বিলয়ন ডে’ শুরু হওয়ার আগে ফ্লিপকার্টে-র ঘোষণা এবার মুদিখানা দোকান মারফত তাদের ব্যবসার প্রসার বাড়ানো হবে। ই-কমার্স মার্কেটপ্লেস ফ্লিপকার্ট বুধবার বলেছে যে তারা আসন্ন উৎসবের মৌসুমে ৮৫০টিরও বেশি শহরে গ্রাহকদের কাছে পৌঁছে দিতে ৫০,০০০ এর ও বেশি কিরানা স্টোরকে অন্তর্ভূক্ত করেছে।

  ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টের পরিষেবা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। প্রোডাক্টের গুণমান, দাম এবং কাস্টমারদের চাহিদার জন্য অধিকাংশ মানুষ ফ্লিপকার্টে জিনিসপত্র কিনে থাকেন।ফ্লিপকার্ট আরও জানিয়েছে যে তারা অক্টোবর মাসে তাদের প্রস্তাবিত উৎসব শুরু হওয়ার আগে ফ্লিপকার্ট এর বিভিন্ন দ্রব্যের বিক্রির জন্য ১৩,০০০ মুদির দোকানকে একই ছাদের নিচে আনা হচ্ছে।এ ই-কমার্স সংস্থা এটিও জানিয়েছে যে, গ্রাহকদের আরও দ্রুত এবং ব্যক্তিগত ই-কমার্সের প্রয়োজনীয়তা পূরণের জন্য সারাদেশে ৫০,০০০ মুদি বা কিরানা শপ রয়েছে। তাদের এই প্রোগ্রামের একটি অংশ হিসেবে, সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, ফ্লিপকার্টের টিম অনলাইনে আবেদনের মাধ্যমে যোগাযোগবিহীন কিরানা গুলির বোর্ডিং শুরু করেছে।

  ফ্লিপকার্ট ভারতবর্ষের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির শহরগুলি যেমন কলকাতা, গুয়াহাটি, শিলচর এবং শিলং এ কিরানা প্রোগ্রামের জন্য অন্তর্ভুক্ত করেছে। যা ছোট খুচরা বিক্রেতাদের এবং ডিজিটাল বাণিজ্যের সাথে গ্রাহকদের সংযুক্ত করে ই-বাণিজ্যকে আরও বড় করে তুলবে। এই কিরানা প্রোগ্রামটি দেশজুড়ে কয়েক মিলিয়ন ছোট খুচরা বিক্রেতার জন্য বিভিন্ন দ্রব্যের ব্যবসা করতে সুবিধা প্রদান করবে।

  উল্লেখ্য, এই প্রোগ্রামটিতে ফ্লিপকার্ট হোলসেলও অন্তর্ভুক্ত রয়েছে। এটি একটি ডিজিটাল বি ২ বি মার্কেটপ্লেস; যেখানে স্থানীয় নির্মাতারা এবং এমএসএমই(SME) গুলি খুচরা বিক্রেতাদের এবং অন্যান্য ব্যবসায়ীদের কে সংযুক্ত করার লক্ষ্যে চেষ্টা করে চলেছে।

  কিরানা কর্মসূচী তিনসুকিয়া (আসাম), আগরতলা (ত্রিপুরা) এবং কান্নুর (কেরালা) সহ প্রত্যন্ত ও প্রত্যন্ত শহরে সম্প্রসারিত করা হয়েছে, যা ক্রমবর্ধমান ডিজিটাল বাণিজ্যের সাথে কিরানা ও ভোক্তাদের সংযুক্ত করে ই-কমার্সকে আরও সমন্বিত করে তুলেছে।

  ফ্লিপকার্ট বলেছে যে কিরানা স্টোরে একটি উচ্চ ভোক্তা সন্তুষ্টি মাপকঠি রয়েছে এবং এই কর্মসূচী তাদের জন্য অতিরিক্ত আয় করার সুযোগ প্রদান করে এবং একই সাথে ভোক্তা-কেন্দ্রিক দক্ষতা গড়ে তোলে।

  Related Posts

  Comments

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  সেরা পছন্দ

  দেশে একধাক্কায় অনেকটা কমল করোনা সংক্রমন , বাড়ছে সুস্থতা

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : স্বস্তি জাগিয়ে একধাক্কায় অনেকটা কমল দেশের দৈনিক সংক্রমণ। গত কয়েকদিন ধরে নিম্নমুখী দেশের করোনা...

  কাপড়ের মাস্ক পুরোপুরি আটকাতে পারবে না করোনা সংক্রমন , বলছে বিশেষজ্ঞরা

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : করোনা ঠেকাতে মাস্ক আবশ্যক। একথা প্রথম দিন থেকে বলে আসছেন বিশেষজ্ঞরা। উৎসবের দিনে বেশিরভাগ...

  পিছু ছাড়ছে না শীতের বৃষ্টি , তবে পরশু থেকে হাওয়া বদল

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : শীতেও পিছু ছাড়ছে না বৃষ্টি। মঙ্গলবারও মেঘলা আকাশ সঙ্গে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে...

  রাজ্যে আরও কমল করোনা সংক্রমন , ঊর্ধ্বমুখী সুস্থতা

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : একটু একটু করে সুস্থতার পথে বাংলা। এক ধাক্কায় অনেকটা কমল রাজ্যের সংক্রমণ। গত ২৪...

  কাদের ওমিক্রনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি ? কি বলছে WHO

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ডেল্টার তুলনায় কম ক্ষতিকর, উপসর্গ মৃদু হলেও কিন্তু ডেল্টার তুলনায় কয়েক গুণ দ্রুত ছড়াচ্ছে...