দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: মধ্য অক্টোবর থেকেই উৎসবের মরশুম শুরু হচ্ছে। আর ব্যাংকের মতে করোনা আবহে দেশের ঝিমিয়ে পড়া অর্থনীতিকে তখনই চাঙ্গা করা যাবে যখন মানুষ লেনদেন করবেন। এবার মানুষের ব্যবসায়িক সুবিধার্থে যেকোনো ঋণের ক্ষেত্রেই প্রসেসিং ফি মুকুব করার সিদ্ধান্ত নিল ভারতের বৃহত্তম ব্যাংক ‘স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’। তবে শর্ত একটাই আবেদন করতে হবে এসবিআইয়ের Yono অ্যাপের মাধ্যমে।
Yono অ্যাপ্লিকেশনটি এসবিআইয়ের মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ। SBI এও জানিয়েছে যে যেসব প্রজেক্টের ইতিমধ্যে অ্যাপ্রুভাল চলে এসেছে, সেসব ক্ষেত্রে বিশেষ করে হোম লোনে প্রসেসিং ফি পুরোপুরি মুকুব করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এসবিআই। একই সঙ্গে গ্রাহকদের ক্রেডিট স্কোর ও হোম লোনের পরিমাণ অনুযায়ী ১০ বেসিস পয়েন্ট কম সুদ নেবে এসবিআই। একই সঙ্গে Yono অ্যাপ ব্যবহার করলে মিলবে অতিরিক্ত ৫ বেসিস পয়েন্ট ছাড়!
এই বিষয়ে একটি গাইডলাইন প্রকাশ করেছে এসবিআই। তারা জানিয়েছে গাড়ি ঋণের ক্ষেত্রে ৭.৫ শতাংশ হারে সুদ নেবে। তবে বাছাই করা কিছু মডেলের ক্ষেত্রে ১০০ শতাংশ অন-রোড ফিনান্স করবে ব্যাঙ্ক।
SBI গোল্ড লোনের ক্ষেত্রে ৩৬ মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার বিকল্পের সঙ্গে ৭.৫ শতাংশ হারে সুদ নিচ্ছে স্টেট ব্যাঙ্ক। পার্সোনাল লোন এসবিআই দিচ্ছে ৯.৬ শতাংশ হারে। এই সব ক্ষেত্রেই প্রসেসিং ফী মকুব করা হচ্ছে।
উল্লেখ্য, বর্তমানে এসবিআইয়ের ৭.৬ কোটি গ্রাহক অনলাইন ব্যাঙ্কিং এর মধ্যমে লেনদেন করেন। মোবাইল ব্যাঙ্কিং ব্যবহার করেন ১.৭ কোটি গ্রাহক। আর তাদের Yono অ্যাপে নথিভুক্ত আছেন ২.৬ কোটি গ্রাহক। ব্যাংকের রেকর্ড অনুযায়ী এই অ্যাপের মাধ্যমে SBI দৈনিক ৪০০০ জনকে পার্সোনাল লোন, ১৬ হাজার জনকে গোল্ড লোন দিয়ে সহায়তা করে।