33 C
Kolkata
Thursday, September 28, 2023
More

    রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে ৩,৬৭৫ কোটি টাকা বিনিয়োগ করছে মার্কিন ফার্ম জেনারেল আটলান্টিক

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বুধবার তেল থেকে টেলিকম বেহেমথ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (আরআইএল) ঘোষণা করে যে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রাইভেট ইকুইটি ফার্ম জেনারেল আটলান্টিক তাদের রিটেইল আর্ম রিলায়েন্স (আরআরভিএল) ০.৮৪ শতাংশ শেয়ারের জন্য ৩,৬৭৫ কোটি টাকা বিনিয়োগ করবে। কোম্পানিটি এক বিবৃতিতে বলেছে, সর্বশেষ বিনিয়োগ আরআরভিএল-এর মূল্য ৪.২৮৫ লক্ষ কোটি টাকার প্রি-মানি ইকুইটি ভ্যালু।

    সিলভার লেক এবং কেকেআর-এর পর এই মাসে আরআইএল সহযোগী প্রতিষ্ঠান এটি তৃতীয় শেয়ার চুক্তি করেছে। এটি একটি আরআইএল সহযোগী প্রতিষ্ঠানে জেনারেল আটলান্টিকের দ্বিতীয় বিনিয়োগ। প্রাইভেট ইকুইটি ফার্ম এর আগে এই বছরের শুরুতে জিও প্ল্যাটফর্মে ৬,৫৯৮.৩৮ কোটি টাকা বিনিয়োগ করেছিল।

    এই মাসে তৃতীয় বিনিয়োগের মাধ্যমে দেশের বৃহত্তম খুচরা চেইন আরআরভিএল এখন পর্যন্ত মোট ১৬,৭২৫ কোটি রুপি সংগ্রহ করেছে ৩.৮৭ শতাংশ শেয়ার বিক্রি করে। এর মধ্যে সিলভার লেক ৭,৫০০ কোটি টাকায় ১.৭৫ শতাংশ তুলে নিয়েছে, অন্যদিকে কেকেআর ৫,৫৫০ কোটি টাকায় ১.২৮ শতাংশ দখল করেছে।

    জেনারেল আটলান্টিকের সাথে চুক্তি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে আরআইএল-এর চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক মুকেশ আম্বানি বিবৃতিতে বলেন, “আমি জেনারেল আটলান্টিকের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে পেরে আনন্দিত যেহেতু আমরা ‘ব্যবসায়ী এবং ভোক্তা’ উভয়ের ক্ষমতায়ন এবং পরিশেষে ভারতীয় খুচরা বিক্রেতাদের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করছি।” বিবৃতিতে বলা হয়েছে, এই লেনদেন নিয়ন্ত্রক এবং অন্যান্য প্রথাগত অনুমোদনসাপেক্ষে।

    মর্গান স্ট্যানলি রিলায়েন্স রিটেইল এবং সিরিল আমারাকান্দ মঙ্গলদাস এবং ডেভিস পোলক এবং ওয়ার্ডওয়েল আইনি পরামর্শদাতা হিসেবে কাজ করেন। এতে আরো বলা হয়েছে, শার্দুল আমারান্দ মঙ্গলদাস অ্যান্ড কোম্পানি অ্যান্ড পল, ওয়েইস, রিফকিন্ড, ওয়ার্টন এবং গ্যারিসন এলএলপি জেনারেল আটলান্টিকের আইনি পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন।

    বিনিয়োগ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে জেনারেল আটলান্টিকের চিফ এক্সিকিউটিভ অফিসার বিল ফোর্ড বলেন, “জেনারেল আটলান্টিক দেশের খুচরা খাতে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন আনতে মুকেশের নতুন বাণিজ্য মিশনকে সমর্থন করতে পেরে আনন্দিত।

    সাম্প্রতিক উন্নয়নের প্রতিক্রিয়ায় বুধবার প্রাথমিক ট্রেডে আরআইএল-এর শেয়ার ১.০১ শতাংশ বেড়ে ২২৬৭.৫৫ টাকায় (INR) দাঁড়িয়েছে।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    জানেন বিশ্ব কাঁপানো গোয়েন্দা সংস্থা কোন গুলি ? জানুন অজানা তথ্য

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কোন দেশের গোয়েন্দা সংস্থা সবচেয়ে দুর্ধর্ষ-এমন কৌতূহল অনেকের মধ্যে আছে। তবে ইন্টারনেটের বিভিন্ন...

    ১০ সেকেন্ডের টর্নেডো ! তছনছ হাবড়ার কুমড়া গ্রাম

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হাবড়ায় ১০ সেকেন্ডের সাইক্লোন। নিমেষে লণ্ডভণ্ড গোটা এলাকা। কিছু বুঝে ওঠার আগেই ঝড়ের...

    কতদিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে ? জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ঝাড়খণ্ডের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে বিগত ক’দিন ধরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে...

    ‘‌ফেলো কড়ি , পাও পঞ্চায়েতের পদ’‌ ! বিস্ফোরক দাবি তৃণমূল বিধায়কের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস বিধায়ক ইদ্রিশ আলি। পঞ্চায়েত নির্বাচন মিটে গেলেও...

    বড় সিদ্ধান্ত মোদী সরকারের ! গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হতে চলেছে ‘বার্থ সার্টিফিকেট’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার থেকে বার্থ সার্টিফিকেটই হতে চলেছে সবেচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। কারণ ১ অক্টোবর থেকেই...