দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ভারতীয় বংশোদ্ভূত হিসেবে নিউজিল্যান্ডের মন্ত্রিসভায় প্রথম মন্ত্রী হিসেবে স্থান পেলেন প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণাণ। সম্প্রতি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরর্ডন নিজের মন্ত্রিসভায় পাঁচজন নতুন মন্ত্রীকে স্থান দেন। সেই তালিকায় রয়েছেন ভারতের প্রিয়াঙ্কা।
৪১ বছর বয়সী প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণাণ প্রথম জীবন কাটিয়ে ছিলেন ভারতে।সিঙ্গাপুরে স্কুল জীবন কাটিয়ে উচ্চশিক্ষার জন্য তিনি চলে যান নিউজিল্যান্ডে। ২০১৯ সালে মিনিস্টার অফ এথনিক কমিউনিটির পার্লামেন্টারি প্রাইভেট সেক্রেটারি হিসেবে নিযুক্ত হন তিনি।
বর্তমানে অকল্যান্ডে স্বামীর সঙ্গে থাকেন প্রিয়াঙ্কা।আগামী শুক্রবার নতুন এক্সিকিউটিভদের সাথে শপথ নেবেন তিনি। নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করে সে দেশের প্রধানমন্ত্রী বলেন, ‘‘কয়েকজন নতুন প্রতিভাকে আনতে পেরে আমি উচ্ছ্বসিত…’’।
প্রসঙ্গত উল্লেখ্য করোনার বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ কর্মকুশলতা দেখিয়ে নিউজিল্যান্ড তথা সারা বিশ্বের মন জয় করে নিয়েছিলেন জেসিন্ডা।সেই কারণেই সাধারণ নির্বাচনে ঐতিহাসিক ভোটের ব্যবধানে জয়লাভ করে তার লেবার পার্টি।