দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ পোষ্য কুকুর নিয়ে রাস্তায় বেড়োনোকে কেন্দ্র করে কঠোর বিধি-নিষেধ আরোপ করেছিল চীনের ইউনান প্রদেশের ওয়েক্সিনের কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছিল, এখন থেকে মালিকদের পোষ্য কুকুরকে ঘরের ভিতর রাখতে হবে। কারণ অনেকেই এই ধরনের কুকুরদের দ্বারা আক্রান্ত হচ্ছেন। বিভাগীয় এক কর্মকর্তা বলেন ইদানিং বেশ কিছু কুকুরের দ্বারা বারবার আক্রান্ত হয়েছেন মানুষ সে কারণেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডব্লিউ.ইউ জানিয়েছিল, “ইদানীং কাউন্টিতে বেশ কিছু কুকুর রয়েছে যাদের দ্বারা নিয়মিত আক্রান্ত হচ্ছেন মানুষ। কুকুরের মালিকরা তাদের ভালোভাবে যত্ন নেন না।বেশ কিছু ক্লিনারের সাথে ঝগড়াঝাটিও করেছেন তারা।”
শুক্রবার থেকে এই নীতি কার্যকর হবার কথা ছিল। কিন্তু তার আগেই এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এই চিনা কাউন্টির নাগরিক সমাজ। ওয়াক্সিন কতৃপক্ষের নীতি সংক্রান্ত রিপোর্টগুলির ২০০ মিলিয়নেরও বেশি ভিউ পায় চীনের সোশ্যাল মিডিয়ায়। তীব্র প্রতিবাদ জানিয়ে কমেন্ট করেন হাজার হাজার মানুষ। আর এই বিরোধের ফলেই নিয়মগুলি পূনর্বিবেচনার সিদ্ধান্ত নিল চীনা কতৃপক্ষ।
পোষ্য প্রাণী সংক্রান্ত বিতর্ক এর আগেও বারবার উঠে এসেছে চীনের সংবাদ শিরোনামে।সিক্স টোনের এক রিপোর্ট অনুযায়ী কিংডাও একটিমাত্র কুকুর রাখার নিয়মসহ বিভিন্ন বিধিনিষেধকে কেন্দ্র করেও যথেষ্ট ক্ষুব্ধ ছিলেন সাধারণ জনগণ। ওয়াক্সিনের এক বাসিন্দা মিসেস লি সংবাদমাধ্যমকে বলেন,” কুকুর নিয়ে রাস্তায় বেরোনো যদি নিষিদ্ধ করা হয় তাহলে তাকে কুকুর পোষার ক্ষেত্রে নিষেধাজ্ঞার সমতুল্য নয়?”