দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ করণা মহামারীর জেরে ইতিমধ্যেই বেশ কিছু নতুন প্যাকেজ ঘোষণা করেছে মোদি সরকার। সরকারের চতুর্থ প্যাকেজ আত্মনির্ভর ভারতের অন্তর্গত একটি পরিকল্পনা হলো রোজগার যোজনা। সরকারের তরফ থেকে জানানো হয়েছে ১ অক্টোবর ২০২০ থেকে এই প্রকল্প লাগু করা হয়েছে এর সময়সীমা থাকবে ১ জুন ২০২১ পর্যন্ত।
এ যোজনার মূল উদ্দেশ্য কর্মসংস্থান বৃদ্ধি করা। এর মাধ্যমে যে যে সংস্থাগুলি নতুন লোকজনকে কাজ দিচ্ছে অথচ EPFO কভার নেই এই সুবিধা নিতে পারবেন তারা। এছাড়াও মাসে যারা ১৫০০০ টাকার কম বেতন পান অথবা ১ মার্চ ২০২০ থেকে ৩১ সেপ্টেম্বর ২০২০-এর মধ্যে চাকরি হারিয়েছেন তারাও আসতে পারবেন এই স্কিমের আওতায়।
এই যোজনায় রেজিস্টার করালে আগামী দু’বছরের জন্য আপনার পি.এফ ভরবে সরকার। এই যোজনার অন্তর্গত কর্মচারীদের আগামী দু’বছরের জন্য ২৪% ইপিএফও সাবসিডি দেবে সরকার। যে সমস্ত সংস্থায় এক হাজারের বেশি কর্মচারী রয়েছেন তাদের ক্ষেত্রে ১২% সাবসিডি দেবে কেন্দ্রীয় সরকার। তাই এই যোজনা যারা যুক্ত হবেন আগামী দিনে পি.এফ নিয়ে তাদের ভাবনা চিন্তা অনেকটাই কমবে।
তবে করোণা আবহের পরবর্তীতে যারা চাকরি ফেরত পেয়েছেন, তাদের ক্ষেত্রে অবশ্য এই যোজনা লাগু নয়। তবে এর জন্য আপনার আধারের সঙ্গে ইউএএন নম্বরের লিংক থাকা বাধ্যতামূলক।