দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ সংখ্যালঘু নেতা সিরাজ খান। এরপরই রাজ্য রাজনীতিতে ফের হাওয়া গরম। ইতিমধ্যেই চলছে শুভেন্দু অধিকারীর বিজেপি যোগদানের জল্পনা। তার ফাঁকে সিরাজ বাবুর গেরুয়া শিবিরে অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে জল্পনা আরও পোক্ত হল রাজনীতির ময়দানে। সিরাজবাবু এও দাবি করেন যে বিজেপি যোগদানের আগে শুভেন্দু অধিকারীকে এসএমএস করে আশির্বাদ চেয়ে নিয়েছেন তিনি। এদিন গেরুয়া শিবিরে যোগদান কালে খাদ্য দফতর ও জেলাপ্রশাসনের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ আনেন তিনি।
তিনি বলেন,”আমি মূলত একজন মৎস্যজীবী। কিন্তু মৎস্য কর্মাধ্যক্ষ না করে আমাকে দেওয়া হল খাদ্য দপ্তর। সেখানেও কোন কাজ করতে পারছিনা। সম্প্রতি সরকারের দেওয়া ছোলার ডালে পোকা ধরে ফেলেছিলাম। জেলা পরিষদের সভাধিপতি বা জেলা প্রশাসনকে বলে কোন লাভ হয়নি দুর্নীতি ধরলেও তা বন্ধ করতে পারছিনা।”
এদিন সিরাজবাবু জানান, মূলত মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীকে দেখেই দলে যোগদান করেছিলেন তিনি।এখন শুভেন্দু অধিকারীকে নিয়েও যথেষ্ট অস্বস্তিতে রয়েছে দল। অরাজনৈতিক মঞ্চ থেকে বেশকিছু সভা করলেও দলের কোনো কর্মসূচিতে থাকতে দেখা যাচ্ছে না তাকে। এরপরেই যথেষ্ট জল্পনা শুরু হয়েছে তার দল ছেড়ে যাওয়া নিয়ে। যদিও কিছুদিন আগেই এ কথা জানিয়েছেন শুভেন্দু, দিদিও তাড়াননি তিনিও দল ছেড়ে যাননি। কিন্তু শুভেন্দুর অভিমান এখনো যে সবটা প্রশমিত হয়নি তা বুঝতে কোন অসুবিধা নেই।
এদিন শুভেন্দুর দল ছাড়ার প্রসঙ্গে মুখ না খুললেও সিরাজবাবু জানান,”তৃণমূলে কাজ করার সুযোগই পাচ্ছিলাম না। এসএমএস করে শুভেন্দু অধিকারীর আশীর্বাদ চেয়েছি। এখনো উত্তর পাইনি। কথা বলার সুযোগও হয়নি। উনি বড় মাপের নেতা তিনি বিজেপিতে আসবেন কিনা আমার জানা নেই। “