দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ গত বুধবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সিলেবাস কমানো হয়েছে। এবার সেই অনুযায়ী সিলেবাস কম করল মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কমানো হয়েছে পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে। তবে স্কুল বা কলেজ কবে খোলা হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানাননি শিক্ষা মন্ত্রী।
মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত জানানো হয়নি এদিন। করোনার দরুন দ্বাদশ ও দশম শ্রেণির ক্লাস হয়েছে যৎসামান্য। যা প্রায় কিছুই নয় বললেই চলে। এই পরিস্থিতিতে কিভাবে পরীক্ষা হবে? কতখানি কমানো হবে সিলেবাস? এতে ছাত্র-ছাত্রীদের কোন ক্ষতি হবে কিনা? এ নিয়ে উদ্বেগ ছিল অভিভাবক এবং ছাত্র-ছাত্রীদের মধ্যেও। এটা ঠিক যে, কর্নার দরুন মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের ক্লাস করা সম্ভব হয়নি, তবে শিক্ষা দপ্তর দুরভাষ, টেলিভিশন এবং অনলাইন ক্লাসের মাধ্যমে যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করেছে ছাত্র-ছাত্রীদের।
পঠন পাঠনের সিলেবাস কম করার বিষয়ে বলতে গিয়ে শিক্ষামন্ত্রী জানান, “কোভিড পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষা করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ৩০ থেকে ৩৫% পাঠ্যক্রম কমানোর সুপারিশ করা হয়েছে এবং আমরা তা গ্রহণ করেছি। কোন বিষয়ে কতটা পাঠ কমল, মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নিজেদের ওয়েবসাইটে তা জানিয়ে দেবে।”
সেই অনুযায়ী ওয়েবসাইটে আজ মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়ে দিয়েছে, কোন কোন বিষয়ে কতখানি কমানো হল পাঠক্রম।
মাধ্যমিকে যা যা থাকছেঃ
বাংলাঃ জ্ঞানচক্ষু, বহুরূপী এবং পথের দাবী। কবিতার মধ্যে থাকছে আয় আরো বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, অসুখী একজন, অভিষেক এবং প্রলয়োল্লাস। প্রবন্ধের মধ্যে থাকছে হারিয়ে যাওয়া কালি কলম। নাটকের মধ্যে থাকছে সিরাজউদ্দৌলা। ব্যাকরণ এর মধ্যে থাকছে কারক ও অকারক সম্পর্ক এবং সমাস। এছাড়াও কাল্পনিক সংলাপ, প্রতিবেদন রচনা,অনুবাদ সংক্রান্ত বিষয় গুলি থাকবে সিলেবাসের মধ্যে।
ইংরেজিঃ father’s help,fable,the passing away of bapu,my own true family,our runaway kite। এছাড়াও গ্রামার এবং রাইটিং স্কিল থাকবে সিলেবাসের মধ্যে।
ইতিহাসঃইতিহাসের ধারণা, সংস্কারঃবৈশিষ্ট্য ও মূল্যায়ন, প্রতিরোধ ও বিদ্রোহ, সংঘ বন্ধের গোড়ার কথা, বিকল্প চিন্তা ও উদ্যোগ( উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত): বৈশিষ্ট্য ও পর্যালোচনা।
ভূগোলেঃ বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ,ভারতের ভূমিকা, ভারতের প্রাকৃতিক পরিবেশ,ভারতের অর্থনৈতিক পরিবেশ,মানচিত্র।
জীবন বিজ্ঞানঃ জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়, বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, জীবনের প্রবাহমানতা।
ভৌত বিজ্ঞানঃ পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা, আলো,চলোতড়িৎ, পর্যায় সারণি ও মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা, আয়নীয় ও সমযোজী বন্ধন, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া।
অংকঃ একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সরল সুদকষা, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, আয়তঘন, অনুপাত ও সমানুপাত,চক্রবৃদ্ধি সুদ( তিন বছর পর্যন্ত) ও সমাহার বৃদ্ধি বা হ্রাস, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য,লম্ব বৃত্তাকার চোঙ, দ্বিঘাত করণী, সম্পাদ্যের মধ্যে থাকছে ত্রিভুজের পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত অঙ্কন, গোলক,ভেদ, অংশীদারি কারবার, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, লম্ব বৃত্তাকার শঙ্কু, এছাড়াও সম্পাদ্যের মধ্যে থাকছে বৃত্তের স্পর্শক অঙ্কন, সাদৃশ্য।
উচ্চমাধ্যমিকে যা যা বাদঃ
রাষ্ট্রবিজ্ঞানঃ বিদেশ নীতি
অর্থনীতিঃ ফিসকাল পলিসি
দর্শনঃ আর্গুমেন্ট
ভূগোলঃ সাইকল অব ইরোসন
স্ট্যাটিসটিকসঃ স্যাম্পলিং থিওরি
ইতিহাসঃ দ্য এরা অব কোল্ড ওয়ার
পদার্থবিদ্যাঃ কমিউনিকেশন সিস্টেম, ইলেক্ট্রোম্যাগনেটিভ ওয়েভস
বাংলাঃ ভাষা সাহিত্য থেকে ‘শব্দার্থ তত্ত্ব’
ইংরেজিঃ কবিতাঃ অন কিলিং আ ট্রি
রসায়নঃ পলিমারস ,ইলেক্ট্রোকেমিস্ট্রির কিছু অংশ
অঙ্কঃ ভেক্টরস
জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনঃস্পেশালাইজেশন অফ রিপোর্টিং সায়েন্স, পলিটিক্স, ক্রাইম, ফ্যাশন