দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ পৃথিবীর একগুচ্ছ দেশে পৌঁছে গেছে করোনার ভ্যাকসিন। বেশ কিছু দেশে শুরুও হয়ে গেছে টিকাকরণের প্রক্রিয়া। কিন্তু এখনো ভারতবর্ষ করোনার টিকা নিয়ে অনেক কথা শোনালেও এখনো আশানুরূপ কোনো দিনক্ষণ বলতে পারেনি কেন্দ্রীয় সরকার। এবার করোনার টিকা নিয়ে মুখ খুললেন কেন্দ্রীত মন্ত্রী প্রকাশ জাভেদকর।
এদিন আন্তর্জাতিক করোনাভাইরাস শর্ট ফিল্ম ফেস্টিভালে হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভেদকর। সেখান থেকেই এক বক্তব্যে তিনিসাফ করে দেন যে মোদী সরকার টিকাকরণের প্রক্রিয়া নিয়ে অনেকদূর অগ্রসর হয়েছে। একইসঙ্গে তিনি জানান যে জাতির স্বাস্থ্যবিধির কথা ভেবে প্রধানমন্ত্রী মোদীজি তাড়াহুড়ো করে কিছু ঘোষণা করতে নারাজ। প্রকাশ জানান যে, ‘কোভিড-১৯ ভ্যাকসিন অপারেশনাল গাইডলাইন্স’ তৈরি হয়ে গেছে। এমনকি কিভাবে সেই টিকা সংরক্ষণ ও এক জায়গা থেকে আরেক জায়গা পরিবহণ করা হবে সেই সমস্ত প্রক্রিয়াকরণের কাজও শেষ পর্যায়ে পৌঁছে গেছে।
আরো পড়ুনঃ ২৪ শে ডিসেম্বর থেকে খুলেছে পুরীর মন্দির! কিন্তু মানতে হবে এই নিয়মগুলো!
গাইডলাইন অনুযায়ী নাকি পাঁচজনের ভ্যাকসিনেশন টিম তৈরি করা হবে। তারাই নাকি দিনে ১০০ জনের টিকাকরণের কাজ করবে। স্থান ও সময় সংকুলান হলে নাকি একদিনে ২০০ জনকে করোনার টিকা দিতে পারবে এই পাঁচজনের টিম। সঙ্গে প্রকাশ আরো জানান যে, রাজ্যগুলি থেকে এই প্রক্রিয়া নিরুপণের ব্যাপারে অনেকরকম প্রশ্ন এসে জমা হয়েছে। রাজ্য ও কেন্দ্রের কাজের সুবিধের জন্য ৩৬০ ডিগ্রি কম্প্রিহেন্সিভ আইন প্রণয়ক কমিটি গঠন করা হবে, যারা টিকার কার্যক্ষমতা ও তার প্রচার, প্রসারের ওপর সর্বক্ষণের নজরদারি চালাবে।
এর আগে করোনা টিকাকরণের নীতি পদ্ধতি নিয়ে জানিয়েছিল কেন্দ্র। এবার প্রকাশ জাভেদকর জানিয়েদিলেন যে টিকা সংরক্ষণের জন্য যে ভেসেল বা পাত্র তৈরি হয়েছে তার গাত্র সিসা দিয়ে তৈরি করা হয়েছে যাতে উষ্ণ স্থানেও তাকে সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করা যায়। প্রকাশের মতে মোদী সরকার ঢিমে তালে চললেও যে নীতি প্রয়োগ করতে চলেছে তাতে অচিরেই ভারতবর্ষ দ্রুত করোনা-শূন্য দেশের তকমা পাবে।