দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ এবার নৌবহরকে আরো শক্তিশালী করে তোলার জন্য প্রতিরক্ষা মন্ত্রকের কাছে সুপারিশ করলো ভারতীয় নৌসেনা। ইন্ডিয়ান নেভি তাদের যুদ্ধজাহাজের জন্য ৩৮টি ‘ব্রাহ্মস’ ক্রুজ মিসাইলের আর্জি জানিয়েছে। আর্জি অনুযায়ী সাড়াও দিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। কিছুদিনের মধ্যেই বিশাখাপত্তনমের নৌবাহিনীর শিবিরে চলে আসবে ৩৮ টি সুপারসনিক ক্রুজ মিসাইল ‘ব্রাহ্মস’। সূত্রের খবর এই প্রকল্পে ১৮০০ কোটি টাকার বিনিয়োগ করছে ভারতীয় সরকার।


কিন্তু কি এই সুপারসনিক মিসাইল ব্রাহ্মস? তার শক্তিই বা কেমন? জানা যাচ্ছে এই মিসাইল নাকি ৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ইতিমধ্যে চেন্নাইয়ে সমুদ্রতটে নৌসেনা একটি মহড়ায় ৪০০ কিলোমিটার রেঞ্জে ব্রাহ্মসের প্রয়োগ করে ফেলেছে। ভারত ও রাশিয়া এই যৌথ উদ্যোগে ৯০’এর শেষের দিকে এই মিশাইল প্রকল্প শুরু হয়েছিল। ইতিমধ্যে বেশ কিছু ব্রাহ্মস আছেও ভারতীয় নেভির কাছে, কিন্তু নিজেদের শক্তিবলকে আরো উন্নত করতে ৩৮ টি মিশাইল চেয়ে পাঠিয়েছে তারা।
আরো পড়ুনঃ স্বৈরাচারের দম্ভ ভেঙে জন্ম স্বাধীন রাষ্ট্র’র, ভারতীয় সেনা’র ঐতিহাসিক ‘বিজয় দিবস’ আজ
সামরিক বিশেষজ্ঞদের মতে অদূর ভবিষ্যতে এই ‘ব্রাহ্মস’ ভারত মহাসাগর শাসন করবে। তাদের আরো মনে হয় যে, এই সুপারসনিক মিশাইলের গঠন প্রকৃতি এমনই যে এটি জল-স্থল-আকাশ তিন ক্ষেত্রেই ভারতীয় সেনার প্রধান অস্ত্র হয়ে উঠবে। সঙ্গে এও খবরে এসেছে যে অস্ত্রনির্মাণের ক্ষেত্রে ব্রাহ্মসকে হাতিয়ার করে অস্ত্রব্যবসায় নাম কুড়োতে পারে ভারত। কিন্তু এখন অপেক্ষার এই রণসজ্জার সাজ দেখার।