দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ এখনো শৈত্যপ্রবাহের কামড় ধরেনি পশ্চিমবঙ্গবাসীকে। কিন্তু খুব তাড়াতাড়ি শীত এসে জাঁকিয়ে বসবে বাঙালির অন্দরমহলে। আবওহাওয়া দপ্তর এই মর্মে জানিয়ে দিয়েছে যে ১৭-২৩ ডিসেম্বরের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বাড়তে চলেছে জাঁকিয়ে শীত।
শীতল উত্তুরে হাওয়ার সঙ্গে নামতে থাকবে তাপমাত্রা। ১৭ ডিসেম্বর ও তারপর থেকে ক্রমশ পরতে থাকবে পারদ। একই সঙ্গে ১৭-২৩ ডিসেম্বর পর্যন্ত থাকবে রাজ্যজুড়ে রৌদ্রজ্জ্বল ও শুষ্ক আবহাওয়া। শুষ্কতা বৃদ্ধি পাবে। ফলে সূর্যাস্তের পর জাঁকিয়ে শীত পরার সুযোগ থাকছে।
এই সময় কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পশ্চিমাঞ্চলের তাপমাত্রা নামতে পারে ৭-১০°সেলসিয়াসের আশেপাশে। উত্তরবঙ্গের সমতল অঞ্চল অর্থাৎ শিলিগুড়ি, ডুয়ার্স এই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ৯-১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
আগামী কাল থেকেই পরছে পৌষমাস। ব্যাপক ঠাণ্ডা ও উত্তরের বাতাসের দাপটে শীত আসতে চলেছে বাঙালির ঘরে ঘরে। স্থলভাগে উচ্চচাপের শীতল বাতাস উত্তর-পশ্চিম ভারত ও মধ্যভারত থেকে প্রবাহিত হবে, সঙ্গে উত্তর-পশ্চিম ভারত থেকে আসা শীতল উত্তুরে বাতাসের প্রবাহ বৃদ্ধি পাবে। আবওহাওয়া দপ্তর এও জানিয়েছে যে, শক্তিশালী পশ্চিমীঝঞ্ঝা ওই সময় বাঁধা সৃষ্টি না করায় ১৭-২৩ ডিসেম্বরের মধ্যে জাঁকিয়ে শীত আসবে রাজ্যজুড়ে। একই সঙ্গে উত্তরভারতেও শুরু হবে শৈত্যপ্রবাহ।