দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ইন্টারন্যাশনাল স্পেস ষ্টেশন থেকে ছবি উঠল বরফে ঢাকা হিমালয়ের, সেই ছবি তুললেন স্পেস ষ্টেশনেরই এক সদস্য। সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়েছে নাসা’র ইনস্টাগ্রাম পেজ থেকে। হিমালয়ের বরফে ঢাকা পর্বতশ্রেণীর সঙ্গে ছবি উঠল নতুন দিল্লী ও লাহোরের।
হিমালয়ান রেঞ্জের ছবিটি শেয়ার করে নাসা’র ইনস্টাগ্রাম পেজে হিমালয়ের সৃষ্টির আদি বৃত্তান্তও সংক্ষিপ্ত আকারে লেখা হয়েছে। একইসঙ্গে তারা দেখিয়ে দিয়েছে যে যে আলোক উদ্ভাসিত রেখা দেখা যাচ্ছে তা হল নিউদিল্লী ও পাকিস্তানের লাহোর। এই ছবিতে দিগন্ত বিস্তৃত একটি কমলা রঙের রেখাও দেখা যাচ্ছে। নাসা জানিয়েছে যে এই রঙের খেলার জন্য সূর্যের আলো দায়ী। সূর্যালোক বায়ুমন্ডলের সূক্ষ্ম পার্টিকেলের সঙ্গে বিক্রিয়া করার ফলে এই কমলার ছটা দেখা যাচ্ছে।


আরো পড়ুনঃ ‘সত্যান্বষী’ নাকি জেলবন্দি! ২০২০-এর রিপোর্টে উঠে এল গা হিম করা তথ্য
এই ছবি সোশ্যাল মিডিয়াতে দেওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। মুহুর্মুহু প্রতিক্রিয়া জানাতে থাকেন নেটিজেনরা। এর পূর্বে রাতের মহাকাশ থেকে হিমালয়ান রেঞ্জের এত পরিষ্কার ছবি দেখা যায়নি।