দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ দীর্ঘ পঁচিশ ঘন্টা কাউন্টডাউনের পর আজকেই দুপুর তিনটে একচল্লিশ মিনিটে শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপিত হবে ইসরোর কমিউনিকেশন-স্যাটেলাইট CMS-01, এই স্যাটেলাইটটি পিএসএলভি-সি৫০ লঞ্চ-ভেহিকেল থেকে আজ উৎক্ষেপিত হবে।
শ্রীহরিকোটার এই লঞ্চ-সাইট থেকে এটি বাহান্নতম মহাকাশ মিশন বলে জানিয়েছে ইসরো। এই দীর্ঘ পঁচিশ ঘন্টার কাউন্টডাউনের কারণ জানতে চাইলে ইসরোর এক কর্তা জানিয়েছেন যে, আবওহাওয়ার লক্ষণ পর্যবেক্ষণ করে নেওয়া হচ্ছে বলেই এতক্ষণ সময় নির্ধারণ করা হয়েছে।
আরো পড়ুনঃ দীর্ঘ ৫৫ বছরের প্রতীক্ষার অবসান! চিলাহাটি-হলদিবাড়ি রেল পরিষেবার উদ্বোধন করলেন মোদি-হাসিনা
CMS-01 হল বিয়াল্লিশতম কমিউনেকেশন স্যাটেলাইট যেটি ইসরো মহাকাশে উৎক্ষেপণ করছে। এই স্যাটেলাইট মূলত এক্সটেন্ডেড-সি ব্যান্ড পরিষেবাকে ভারতের মূল ভূখণ্ড ও আন্দামান নিকোবর আর লাক্ষাদ্বীপের সঙ্গে সংযুক্ত করবে। এরফলে এই দুই জায়গার সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের ইন্টারনেট পরিষেবা আরো মজবুত হতে চলেছে।
চেন্নাই থেকে ১২০ কিলোমিটার দূরে শ্রীহরিকোটা থেকে এই স্যাটেলাইট উৎক্ষেপণ এই বছরের মতোন ইসরোর শেষ উৎক্ষেপণ। শ্রীহরিকোটা থেকে এটি এযাবতের ৭৭তম উৎক্ষেপণ। এটির আগে ‘পিএসএলভি-সি৪৯(ইওএস-০১)’ নামের একটি আর্থ-অবসার্ভেশন স্যাটেলাইট তার নয়টি স্পেসক্রাফট নিয়ে ৭ নভেম্বর পাড়ি জমিয়েছিল। সেটিই ছিল কোভিড বছরে ইসরোর প্রথম উৎক্ষেপণ।