দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ এবার কোভিডের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানাল মার্ক জুকেরবার্গ। ফেসবুকে কোভিড-১৯ সংক্রান্ত মিথ্যে খবর বা ভুল তথ্য যদি সরবরাহ বা শেয়ার করা হয় তবে কড়া ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ এই সাফ জানিয়ে দিলেন জুকেরবার্গ।
আরো পড়ুনঃ সতর্কভাবে চেক করে দেখুন খুলছে কী আপনার জিমেইল বা ইউটিউব!
এর আগে ফেসবুক কোভিড ভাইরাসের ভ্যাকসিন সংক্রান্ত মিথ্যে খবর ও প্রতিবেদনের বিরুদ্ধে হুঁশিয়ারি জারি করেছিল। এবার একধাপ এগিয়ে ফেসবুক কর্তৃপক্ষ জানাল যে, এই ব্যবস্থা নেওয়ার পরেও এই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মারণ ভাইরাস নিয়ে মিথ্যে খবর প্রকাশ পাচ্ছে দুনিয়ার এক নম্বর সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে। ফেসবুকের তরফ থেকে আরো জানানো হয়েছে যে, যারা এই মিথ্যে খবর ও ভুল তথ্য লাইক, শেয়ার বা কমেন্ট করবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে ফেসবুকে ডেভেলপররা।
এই সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে মার্ক জুকেরবার্গ জানিয়েছেন যে, এর ফলে এই মারণব্যাধি সম্পর্কে সঠিক খবর যেমন মানুষ দ্রুত পাবে তেমনি অহেতুক ভীতির প্রচারও বন্ধ হবে। ফেসবুক থেকে আরো জানানো হয়েছে যে, যারা এই মিথ্যে খবর সরবরাহ করবে তাদের মেন অ্যাকাউন্ট তো বন্ধ করে দেওয়া হবে নির্দিষ্টকালের জন্য। এমনকি যেসব ইউজাররা সেই খবরকে শেয়ার করবে তাদের বিরুদ্ধেও একই রকমের ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু অনেকক্ষেত্রেই সত্যতা বিচারের জায়গা থাকে না তাই ফেসবুক করোনা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির জন্য আরো এক ধাপ এগিয়েছে।
ফেসবুক কর্তৃপক্ষ থেকে পেশ করা একটি রিপোর্টে বলা হয়েছে যে, যারা এই ভুল খবরের ফাঁদের পরবে তাদের অ্যাকাউন্টে একটি নোটিফিকেশন যাবে। ইউজাররা সেই নোটিফিকেশনে ক্লিক করলে তাদের শেয়ার, লাইক বা কমেন্ট করা মিথ্যে খবরটির স্ক্রিনশট দেখতে পাবে ও তার সঙ্গে খবরটি যে মিথ্যে তারও একটি যুক্তিসঙ্গত বার্তা দেবে ফেসবুক।