দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ দল ছাড়ার যে হিড়িক লেগেছে তাতে নতুন নাম যোগ হল কবিরুল ইসলাম। কবিরুল তৃণমূলের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক ছিলেন। গতকাল শুভেন্দু অধিকারীর দলত্যাগের পর একের পর এক হেভিওয়েট থেকে সাধারণ স্তরে নেতাকর্মীরা দল ছাড়ছেন। কবিরুলের পদত্যাগের চিঠিও পৌঁছে গেছে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জীর কাছে। এই দল ছাড়ার প্রবণতা ও দলের আসন্ন ভবিষ্যৎ নিয়ে আজ নেত্রী কালীঘাটের বাড়িতে মিটিং ডেকেছেন।


আরো পড়ুনঃ নাটকীয় ভাবে জিতেন্দ্র তিওয়ারি শনিবার বিজেপিতে যোগদান করছেন না! ফিরছেন আইনি পেশায়!
বেশ কিছুদিন ধরেই বেসুরো গাইছিলেন কবিরুল। গতকাল শুভেন্দুর দলত্যাগে তিনি নিজের অবস্থানও পরিষ্কার করে দিলেন। কবিরুল সাফ জানিয়ে দিলেন যে, ‘শুভেন্দু অধিকারীর সঙ্গেই আমি থাকব। দাদা যে সিদ্ধান্ত নেবে, সেই পথেই চলব। এই রাজ্যে গণতন্ত্রকে কায়েম করার দায়িত্ব আমাদের মতো যুব সমাজেরই।’


কবিরুল যে শুভেন্দু ঘনিষ্ঠ ও দাদার অনুগামী এই খবর আগেই জানত তৃণমূল তাই এই সিদ্ধান্তে অবাক হয়নি দল। জ্যোতিপ্রিয় মল্লিক এই প্রসঙ্গে বলেছেন যে, ‘দুই-একটা এমন ঝরে পরাই ভালো’। তৃণমূলের এই ভাঙনের বিপরীতে মমতা ব্যানার্জি কি অবস্থান নেয় ও কি ঘোষণা করে তাই এখন রাজ্য-রাজিনীতির হট টপিক হয়ে উঠেছে।