দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ২০ ডিসেম্বর বোলপুর সফরে আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সেই উপলক্ষ্যে সাজ-সাজ রূপে নিজেদের ঘর সাজাচ্ছে বিজেপি। তার মধ্যেই পোস্টার বিতর্ক উঠল বিজেপির বিরুদ্ধে। বিশ্বভারতী ক্যাম্পাসের প্রবেশ পথে অমিত শাহের সভা নিয়ে একটি পোস্টার লাগানো হয়েছিল। আর তাই নিয়ে বিতর্কের সূত্রপাত।
পোস্টারটিতে অমিত শাহের ছবির নিচে রবীন্দ্রনাথের মুখের একটি রেখাচিতে ছিল আর তার নিচে বীরভূমের সাংসদ অনুপম হাজরার ছবি। পোস্টারটি বোলপুর শান্তিনিকেতন সংস্কৃতি বিকাশ সমিতির তরফে লাগানো হয়েছিল বলে জানা যাচ্ছে। কিন্তু বিতর্ক উঠছে যে বিশ্বভারতীর প্রবেশপথে কেন থাকবে রাজনৈতিক পোস্টার।
পোস্টার নিয়ে সরব হয়েছে শাসক দল। তৃণমূলের তরফ থেকে টুইট করে জানানো হয় যে এইভাবে গুরুদেবের ছবি ও শান্তিনিকেতনের শিক্ষা সংস্কৃতিকে গেরুয়াকরণ করা হচ্ছে। একগুচ্ছ কর্মসূচি নিয়ে বীরভূম সফরে আসছেন অমিত শাহ। এরমধ্যে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে অরাজনৈতিক আলাপ ও করবেন তিনি।
আরো পড়ুনঃ তৃণমূলের বাঁধ ভেঙে বিধায়ক বেরিয়ে যাওয়া ঠেকাতে ‘হাইভোল্টেজ’ মিটিং এ বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়
অনুপম হাজরা এই বিষয়ে মুখ খুলেছেন। সাংসদ জানিয়েছেন যে এসব হল তৃণমূলের পূর্বপরিকল্পিত কাজ। তারাই ভাবমূর্তি নষ্ট করার পরিকল্পনা করছেন। ইতিমধ্যে অনুপম হাজরা বোলপুর পৌঁছননি। তিনি সেখানে গিয়ে পরিস্থিতি ঠিক করবেন বলে জানা গেছে।