দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: রেস্টুরেন্টে খাবারের বিল হয়েছিল ২০৫ ডলার(আমেরিকান)। সেই টাকা ছাড়াও এক ব্যক্তি মহিলা ওয়েটারকে বকশিশ হিসাবে দিয়েছেন খাবারের দামের সঙ্গে আরও ৫ হাজার ডলার। যার মানে হল, ১৫ হাজার টাকার বিলে ওই ব্যক্তি বখশিস দিয়েছেন ভারতীয় মুদ্রাতে সাড়ে ৩ লক্ষ টাকারও বেশি। আমেরিকার এক রেস্টুরেন্টের এই ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে আসতেই ওই ব্যক্তির উদারতার প্রশংসা করেছেন অনেক মানুষ।
আমেরিকার পেনসিলভেনিয়ার অ্যান্থনিতে রয়েছে প্যাক্সন রেস্তরাঁ। ওই রেস্তরাঁতে ওয়েটারের কাজ করেন গিয়ানা ডিঅ্যাঞ্জেলো নামে এক মহিলা ওয়েটার। এখানে কাজ করার পাশাপাশি চেস্টারের উইডেনার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাও করেন তিনি। ওই ব্যক্তির থেকে এই বখশিস পেয়ে ভীষণ খুশি তিনি।
আরো পড়ুন:রাজ্যবাসীর জন্যে সুখবর! ২০২১ এর জানুয়ারীতেই চালু হচ্ছে কল্যাণী AIIMS এর বহি:বিভাগ
তিনি সে দেশের এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘‘উনি খুশি হয়ে যা টিপ দিতেন তাতেই আমি খুশি হতাম। কিন্তু এই পরিমাণ বকশিশের ব্যাপারটি এখনও বিশ্বাস করতে পারছি না।’’ এই টাকা দিয়ে কলেজের বাকি থাকা ফি মিটিয়ে দেওয়ার পাশাপাশি, বিভিন্ন ভাল কাজেও ব্যবহার করবেন বলে জানিয়েছেন তিনি।
করোনার প্রকোপে পৃথিবীর বিভিন্ন প্রান্তে দীর্ঘ দিন ধরে বন্ধ ছিল হোটেল, রেস্তরাঁ। যার জন্য এই কাজের সাথে যুক্ত থাকা বেক্তিদের রোজগারে খুব খারাপ প্রভাব পড়েছিল। এই পরিস্থিতিতে সেই ব্যক্তির ওই মহিলা ওয়েটারের পাশে দাঁড়ানোর ঘটনা এক অসাধারণ দৃষ্টান্ত হয়ে উঠেছে সকলের কাছে। যদিও এখনও পর্যন্ত নিজের পরিচয় সামনে আনেন নি ওই ব্যক্তি।