দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ মোদী সরকারের বিরুদ্ধে এবার জোরালো আওয়াজ তুলল জাতীয় কংগ্রেস। কৃষকদের অভিযোগ করার কয়েক ঘণ্টার মধ্যেই কংগ্রেস পাল্টা আক্রমণ করে বলেছে যে, বিজেপি সরকার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চেয়েও বড় বাণিজ্যিক কোম্পানি হয়ে উঠছে, কারণ তারা সাধারণ মানুষ, কৃষকদের উপার্জন দিয়ে ব্যবসায়ীদের অর্থসাহায্য করছে। কংগ্রেস কৃষকদের ‘প্রতারণা’ এবং ‘বিশ্বাসঘাতকতা’ বন্ধ করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে এবং প্রধানমন্ত্রী মোদীকে অনুরোধ করেছে যেন তিনি ক্ষমা চেয়ে নেন সেই সকল কৃষকভাইদের থেকে যার আন্দোলন করে যাচ্ছে নিজেদের রুটি-রুজির জন্য। কংগ্রেস উলটে এমন দাবী করেছে যে এই নয়াকৃষি বিল নাকি সবথেকে বড় দেশিবিরোধী বিল।
সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের রণদীপ সুরজেওয়ালা বলেন যে, প্রধানমন্ত্রী কৃষকদের ‘ধোঁকা’ দিচ্ছেন, কারণ দিল্লির দোরগোড়ায় ঠান্ডায় যারা প্রতিবাদ করছে তাদের সাথে দেখা করার বদলে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মধ্যপ্রদেশের কৃষকদের সাথে কথা বলছেন। যার নাকি কোনো যৌক্তিকতাই নেই।
প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও প্রধানমন্ত্রীকে মিথ্যা ছড়ানোর অভিযোগ এনে আক্রমণ করেন। রাহুল টুইট করে বলেন যে, “অভ্যাসগত ভাবে মোদীজি আজ আবার মিথ্যা ছড়াচ্ছেন। কৃষকদের কথা শুনুন এবং কৃষি বিরোধী আইন প্রত্যাহার করুন”। তিনি আরো বলেন যে, “কৃষকদের দেশবিরোধী আখ্যা দিয়ে কৃষকদের অপমান করা বন্ধ করুন এবং তাদের কাছে ক্ষমা প্রার্থনা করুন। এটা লজ্জাজনক যে এই সরকারের মন্ত্রীরা প্রতিবাদকারী কৃষকদের সন্ত্রাসী, খালিস্তানি, টুকরে-টুকরে গ্যাং সদস্য বলে দাগাচ্ছেন। এই লজ্জাজনক আচরণ মুছে ফেলা উচিত এবং দ্রুত প্রধানমন্ত্রীর উচিত কৃষকদের কাছে ক্ষমা চাওয়া এবং কালো আইন ফিরিয়ে নেওয়া”।