দ্য ক্যালকাটা মিরর : প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত মামলার মাদক চক্রে সম্প্রতি জেরা করা হয় পরিচালক-প্রযোজক করণ জোহারকে। তারপরেই স্টেট কংগ্রেস জেনারেল সেক্রেটারি সচীন সাওয়ান্ত চাঞ্চল্যকর মন্তব্য করেন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) বিরুদ্ধে। পাশাপাশি আঙুল তুলেছেন সালের বিজেপি পরিচালিত মহারাষ্ট্র ফডনবিস সরকারের দিকে। এর ড্রাগ পার্টি প্রসঙ্গে প্রশ্ন ছুড়েছেন ” ২০১৯ এর ফডনবীস সরকার থাকাকালীন তদন্ত করা হল না কেন? কেন সেইসময়কার সরকারকে জেরা করছে না এনসিবি?” ২০১৯ এর সঙ্গে কঙ্গনা রনওয়াতের প্রসঙ্গও টেনেছেন সচীন সওয়ান্ত।


আরও পড়ুন:
২০১৯ সালে করণ জোহারের বাড়িতে আয়োজিত একটি পার্টির ভিডিওকে ড্রাগ পার্টি বলে দাবি করেন দিল্লি গুরুদ্বারা প্রবন্ধক কমিটির আধিকারিক মঞ্জিন্দর সিং শীর্ষা। অভিযোগ করেন। মামলার তদন্ত করে এনসিবি। সম্প্রতি সেই প্রসঙ্গেই জেরা করা হয় করণ জোহারকে। খবর, করণ যথাযথ প্রশ্নের উত্তর পাঠিয়েছেন পেনড্রাইভ ও চিঠির মাধ্যমে। এরপরেই সচীন সওয়ান্ত আক্রমণাত্মক প্রশ্ন ছোড়েন এনসিবির বিরুদ্ধে। প্রশ্ন, “২০১৯ এর ফডনবীস সরকার থাকাকালীন তদন্ত করা হল না কেন? কেন সেইসময়কার সরকারকে জেরা করছে না এনসিবি? এইসব বর্তমান মহারাষ্ট্র সরকারকে বদনাম করার কৌশল।” পাশাপাশি কঙ্গনা রনওয়াতের উদ্দেশ্যে বলেন, “কঙ্গনাকে কেন জেরা করছে না এনসিবি। যখন জানিয়েই দিয়েছে যে তিনি একসময় মাদক সেবন করতেন।”
এখানেই থামেন নি সাওয়ান্ত। তাঁর মতে উত্তরপ্রদেশ সরকার যোগী আদিত্যনাথের ফিল্ম সিটি তৈরির পরিকল্পনৃর পর থেকেই মহারাষ্ট্রকে নানাভাবে বদনাম চেষ্টা করা হচ্ছে। সুশান্তের মূল মামলার কিছু কাজ করা হচ্ছে না। সব ক্ষেত্রেই মাদকচক্রকে টেনে আনা হচ্ছে।