দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ শুক্রবার সুপ্রিম কোর্টে তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল যে সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা কেন্দ্রীয় সরকার তথা রাজ্যের মৌলিক কর্তব্য। দেশের নাগরিক যে কোনো জটিল স্বাস্থ্যক্ষেত্রে তাদের সুরক্ষার জন্য যে স্বাস্থ্য পরিষেবা চাইতে পারেন সেটিও তাদের মৌলিক অধিকার তাও জানিয়ে দিল বিচারপতি অশোক ভূষণ, সুভাষ রেড্ডি আর এম.আর.শাহের ডিভিশন বেঞ্চ।
করোনা মোকাবিলায় দেশের স্বাস্থ্যবিধি ও চিকিৎসা পরিষেবা নিয়ে একগুচ্ছ কথা বলেছেন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ। তারা জানান যে, ‘চিকিৎসাকে সামর্থ্যের মধ্যে রেখে স্বাস্থ্য পরিষেবা বিধান করতে হবে রাজ্যকে। রাজ্য ও স্থানীয় কর্তৃপক্ষ যদি নিজেদের বিধি তৈরি করে বেসরকারি চিকিৎসাক্ষেত্রে নির্দিষ্ট ফি নির্ধারণ করে দেয় তবে সাধারণ মানুষকে বিপাকে পরতে হবে না। আর এই আইন বলবৎ করতে গেলে দুর্যোগ আইনের সীমা মেনেই করতে হবে।
আরো পড়ুনঃ কারা কারা করোনা টিকা পাবেন! আর কিভাবে করতে হবে রেজিস্ট্রেশন! সব জেনে নিন একে একে
একই সঙ্গে আদালত জানিয়েছে যে এই মহামারিতে সারা দুনিয়া বিপর্যস্ত। করোনা মোকাবিলা বিশ্বযুদ্ধের সমান সমান তাও জানিয়েছেন। বলেছেন যে, সরকারি-বেসরকারি দুইক্ষেত্রকেই যৌথ উদ্যোগে এই লড়াই জারি রাখতে হবে। ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে দেশে অনেক জায়গায় করোনা আক্রান্ত ও করোনায় মৃতদের সঠিক ভাবে সৎকার করা হয়নি। ভ্যাকসিন আসার সময় যত এগোচ্ছে ততই বেসরকারি ক্ষেত্রে চিকিৎসার মূল্য বেড়ে যাচ্ছে। এছাড়া প্রতিটি চিকিৎসা ক্ষেত্রে সঠিক নিরাপত্তাবিধি ও চিকিৎসক ও কর্মীদের ত্রাণের দিকটিকেও ঞ্জরে রাখতে বলা হয়েছে।