দ্য ক্যালকাটা মিরর : ভারতের প্রধানমন্ত্রী তথা ভারতের ড্রিম প্রজেক্ট ‘শিনকানসেন’ অবশেষে সম্পন্ন হবে। সম্প্রতি জাপান এম্ব্যাসীর তরফ ই ফাইভ সিরিজের শিনকানসেন বুলেট ট্রেনের একাধিক ফটো শেয়ার করা হয়েছে। খবর, ভারতি দ্বিতীয় দেশ যে জাপানের এই বুলেট ট্রেনের প্রযুক্তিকে আওতায় নিয়েছে। এর আগে তাইওয়ান এই প্রযুক্তি আওতায় আনে।
খবর, এই বুলেট ট্রেন মহারাষ্ট্র থেকে আমেদাবাদ পর্যন্ত চলবে। প্রায় পাঁচশো কিমির রাস্তা মাত্র দুই ঘন্টায় অতিক্রম করবে এই ট্রেন। প্রতি ৩৫০ কিমি অতিক্রম করতে এক ঘন্টায় সময় লাগবে। খবর, কাওয়াসাকি হেভি অ্যান্ড ইন্ডিয়াস ভারত হেভি এই দুই সংস্থার সহায়তায় তৈরি হয়েছে এই প্রজেক্ট। এই বুলেট ট্রেনের প্রযুক্তি চালু হলে প্রায় চার হাজার প্রত্যক্ষ কর্মসংস্থান ও কুড়ি হাজার পরোক্ষ কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে।
জানা যাচ্ছে, টোকিও প্রায় ৮০ হাজা কোটি টাকার ঋণ দিয়েছে এই টেকনোলজিতে। জাপানের এই ‘শিনকানসেন টেকনোলজি তাইওয়ানের পর এবার ভারতে চলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সিনজো অ্যাবি ২০১৪ সালেই এই প্রজেক্ট শুরু করেন। এবার সে প্রজেক্টের বাস্তবায়িত ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আগামী ২০২৩ এই এই প্রযুক্তি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।